ঝিনুক থেকে ৪টি শিক্ষা-

in #tag6 years ago

ঝিনুক থেকে ৪টি শিক্ষা-
(১) মুরগী ডিম দেয়। একটি ডিমের দাম মাত্র দশ
টাকা। কিন্ত ডিম দিয়েই 'খকখক' আওয়াজ করে সারা
বাড়ির লোকদের জানিয়ে দেয় সে 'ডিম' প্রসব
করেছে।অথচ ঝিনুক। লক্ষ টাকার মুক্তো প্রসব
করে। নিরবে,নিভৃতে থাকে ।তুমি ঝিনুকের মত দামি
হতে চাও? ক্ষুদ্র আমল করে জাতিকে জানিয়ে
দেয়ার ঘৃণ্য মানসিকতা পরিহার কর।
(২) বৃষ্টির পানি দিয়ে ঝিনুকের পেটে তৈরি হয়
মুক্তো। আর এই পানি গ্রহনের জন্য সে সময়
বাছাই করে অমাবস্যার রজনী। যখন চারিদিকে বিরাজ
করে ঘুটঘুটে অন্ধকার। তুমি মালিকের নৈকট্য চাও?
ওঠে যাও শেষ রাতে। যখন দুনিয়ার তামাম মাখলুকাত
ঘুমের ঘরে আচ্ছন্ন। লুটে পড়ে যাও সিজদায়।
(৩) ঝিনুক মাত্র এক ফোঁটা বৃষ্টির জন্য দিনের পর
দিন, মাসের পর মাস অপেক্ষা করে। কখনো সে
বিরক্ত হয়না। ধৈর্য হারাহয় না। তুমি জীবনে উন্নতি
করতে চাও?'সবর' কে গলার মালা হিসেবে গ্রহণ
কর। কখনো কোন কাজে বিরক্তির কোন ভাব
যেন তোমার চেহারায় ফোটে না ওঠে।
(৪)ঝিনুক একফোঁটা বৃষ্টিজল নিয়েই সে তৃপ্ত
থাকে। তার হাজার ফোঁটার দরকার হয়না। তুমি
জীবনে সুখী হতে চাও? 'কানাআত' তথা অল্পে
তুষ্ট থাকো।কখনও হা-হুতাশ কর না। যে কোন
অবস্থায় থাকনা কেন, সধা সর্বধা আলহামদুলিল্লাহ্
বলো। শান্তির জিন্দেগী লাভ করবে।ইনশা আল্লাহ্
আল্লাহ তা'য়ালা সকলকে উপদেশগুলো মেনে
চলার তাওফীক দান করুন ..

(Posted with Vapor, available for iOS and Android)

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63004.58
ETH 2548.62
USDT 1.00
SBD 2.81