প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যর্থ হলেন

in #studentfreedomlast month (edited)

আশা করি সবাই আমার সাথে একমত হবেন।

Screenshot_20240727_202447~2.jpg

আমরা জানি বাংলাদেশ একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত দেশ। আমরা এটাও জানি যে বাংলাদেশে সবদিক দিয়েই উন্নত সাধিত করলেও শুধুমাত্র একটি দিক থেকে এখনো উন্নত লাভ করতে পারিনি। সেটা কি বলতে পারেনি? তাহলে সেটা আমি বলছি শুধু আমি বলছি না দেশের ১৭ কোটি জনগণই বলছে। সেটা হচ্ছে বেকারত্ব। আমরা যদি দেখি বেকারত্ব দিক থেকে এখনো বাংলাদেশ উন্নত সাধিত করতে পারিনি। আর এটার একমাত্র কারণ হচ্ছে কোটা। শুধুমাত্র কোটার জন্য আমাদের বাংলাদেশের অনেক মেধাবী ছাত্র-ছাত্রী আজ পথে। তারা শুধুমাত্র লেখাপড়া করেই আজ কেউ রিকশাচালক ,কেউ ভ্যান চালক ,কেউ বা অন্য পেশায় জড়িত।
কিন্তু দেখা গেলে এই বিষয়টি সামনে ফুটে ওঠে যে, আজ যাদের কোটা আছে তারাই সরকারি চাকরির সাথে জড়িত, কিন্তু এমনটা হবে কেন আমরা তো দেশের নাগরিক। আমাদেরও সরকারি চাকরি করার অধিকার রয়েছে। শুধুমাত্র সরকারি কোটা ভিত্তিক চাকরি হবে কেন। হ্যাঁ আমরা এটাও মানি যে, যারা দেশকে স্বাধীন করেছে তাদেরও কোটা থাকা দরকার বা তাদের সম্মান প্রদর্শন করা উচিত। কিন্তু এতটাও নয় যে ১০০% এর ১০০% ই তারা ভোগ করুক সকল সুযোগ সুবিধা। তাহলে আমাদের দেশের বেকারত্ব জনগণ বা বেকারত্ব ছাত্রছাত্রী , বা মেধাবী ছাত্র-ছাত্রীরা কিভাবে দেশকে আর উন্নতির দিকে এগিয়ে নিয়ে আসবে। একটি দেশের মূল মেরুদন্ডারি হচ্ছে ছাত্র বা ছাত্রী। তাদের ছাড়া কখনো দেশ কে উন্নতর দিকে নিয়ে আসা সম্ভব নয়। যদি একটি মেধাবী সুশিক্ষিত ছাত্রকে বা ছাত্রীকে কোন চাকরিতে নিয়োগ করা হয়। তাহলে সেই তার মেধা ও বুদ্ধি দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। কিন্তু যদি অমিধাবী ছাত্রকে সরকারি খাতে নিয়োগ দেয়া হয় তাহলে তার বুদ্ধি ও মেধা খাটিয়ে কখনোই সে কাজকে সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। ফলের দেশতো উন্নতি না অবনতির দিকে এগিয়ে আসবে। আমাদের এক শিক্ষার্থী ভাই বলেছিলেন যে যদি একজন কোটাভিত্তিক অশিক্ষিত কে চাকরি দেওয়া হয় তাও আবার সরকারি খাতে যেমন ডাক্তার। তাহলে তার হাতে যে কত কত রোগী যে মৃত্যুবরণ করবে সেটা ধারণের বাইরে। যদি একজন সুশিক্ষায় শিক্ষিত ট্যালেন্টপুল্ট স্টুডেন্টকে ডাক্তার করা হয় তাহলে তার হাতে বাজবে হাজারো অগণিত রোগী।
তাই বন্ধুরা আজ অন্যায় সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে পাশে থাকবেন ধন্যবাদ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59112.75
ETH 2519.48
USDT 1.00
SBD 2.47