প্রাচীন কালের কতকথা!

in #story6 years ago

image
জনসংখ্যা বৃদ্ধির সাথে দিনে দিনে ডাক্তাররা আরো ব্যস্ত হয়ে পড়ছে। হয়তো ৫০ বছর পর আর ডাক্তাররা আর রোগীর সাথে কথা বলার সময় পাবে না। সেই সময়ের কথা। এক গাইনী বিজি ডাক্তার কে দেখাতে আসছে প্রথম কনসিভ করা মেয়ে। প্রেগন্যান্সি ৪ মাস চলছে। ডাক্তার মিনিটের মধ্যেই পেট পরীক্ষা করা শেষ করলো। তারপর মেয়ে নাভীর নিচে একটা সিল মেরে দিলো।

মেয়েটা বার বার জিঞ্জাসা করছিলো - Next কবে আসবো ডেলিভারি করাতে??

ডাক্তার বাসায় যেতে বললো ইশারা করে।

মেয়েটার স্বামী তো বার বার চিন্তা করছিলো- ডাক্তার সাহেব বউয়ের পেটে সিল মারলো কেন?

তাই সে বাসায় গিয়ে বউয়ের পেটে সিলটা দেখছিল বার বার। কিন্তু সিলের লেখা গুলো এতো ছোট যে সে পড়তে পারছিল না।তাই সে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়া আসলো। গ্লাস দেয়ার পরই লেখা গুলো স্পষ্ট হয়ে উঠলো।

লেখাটা ছিলো - ... .... ... " পেট বড় হতে হতে যখন লেখা গুলো ম্যাগনিফাইং গ্লাস ছাড়া পড়তে পারবেন, সেই দিন ডেলিভারির জন্য আসবেন"।

জামাই তো হা হইয়া গেলো।।

ঘটনাটা যতই হাস্যকর হোক , এটা কিন্তু প্রাচীন মিশরে এই পদ্ধতি চালু ছিল । তখন সিল দিয়ে রাখা সিল বা ট্যাটু টা যখন একটা বেবী শেপ ধারন করতো , তখন ধরে নিতো , পূর্ণ মাস হয়ে গেছে ।

Sort:  

pocketsend:11@ynoor, play around with the token of fun - POCKET!

Successful Send of 11
Sending Account: pode
Receiving Account: ynoor
New sending account balance: 141649
New receiving account balance: 10
Fee: 1
Steem trxid: 8b2a7be9e181b7160a592481a24b01cf04c7d382
Thanks for using POCKET! I am running this confirmer code.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62014.91
ETH 2410.27
USDT 1.00
SBD 2.50