রূপান্তরের গল্প

in #storylast month (edited)

নতুন একটি দিনের অপেক্ষা --প্রথম পর্ব

IMG_20240706_035913.png

কুন্তলা বিশ্বাস তার জীবনে এমন এক সময় পার করছিলেন। একসময় সে শহরের এক নামকরা স্কুলের শিক্ষক ছিলেন। জীবন ছিল নির্দিষ্ট এবং মসৃণ। প্রতিদিনের নিয়মিত রুটিন, ছাত্রছাত্রীরা, তাদের প্রশ্ন, তাদের উত্সাহ—সবকিছুই ছিল তার জীবনের অংশ। কিন্তু হঠাৎ করেই এক দুর্ঘটনা সবকিছু পাল্টে দিল।

সেই দুর্ঘটনায় তার বাম হাতের কার্যক্ষমতা হারিয়ে ফেলেন কুন্তলা। হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে থাকতে তার মধ্যে এক ধরনের হতাশা এসে বাসা বাঁধে।

তবে, সময়ের সাথে সাথে তার মনোবল ফিরে আসতে শুরু করল। একদিন বিকেলে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে তিনি দেখলেন একদল পাখি আকাশে উড়ছে। তাদের মুক্ত উড়ান দেখে কুন্তলার মনের ভিতরেও কিছু একটা জেগে উঠল। তিনি ঠিক করলেন, হতাশায় ডুবে না থেকে, তিনি তার জীবনের নতুন পথ খুঁজে বের করবেন।

কুন্তলা নানাভাবে চিন্তা করতে লাগলেন কিভাবে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অবশেষে, একদিন তার মনে হলো, তিনি লেখালেখি শুরু করতে পারেন। তার সমস্ত অভিজ্ঞতা, তার ভালোবাসা, তার দুঃখ—সবকিছু তিনি কলমের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। কিন্তু সমস্যাটি ছিল, তিনি বামহাতি ছিলেন, আর সেই হাতই দুর্ঘটনায় অবশ হয়ে গিয়েছিল।

তবে, কুন্তলা এত সহজে হাল ছাড়ার মানুষ ছিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন ডান হাতে লেখার চেষ্টা করবেন। প্রথমদিকে ডান হাতে লেখা ছিল অত্যন্ত কঠিন। হাতের আঙ্গুলগুলো যেন তার কথা শুনতেই চাইত না। প্রতিটি শব্দ লিখতে তার প্রচুর সময় লাগত, আর হাত ব্যথায় ভরে যেত। কিন্তু তিনি থামলেন না। প্রতিদিন তিনি নির্দিষ্ট সময় ধরে লেখার অভ্যাস গড়ে তুললেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56443.25
ETH 2493.88
USDT 1.00
SBD 2.23