নীল গগনের মায়া - পর্ব ০১ (সিরিজ গল্প:০১)

in #story4 days ago (edited)

আমার লেখা সিরিজ গল্প - ০১
"নীল গগনের মায়া" - পর্ব ০১

সকাল থেকেই আজ আকাশটা খুব পরিষ্কার। গত দুদিন অঝোরে বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকেই একেবারেই মেঘমুক্ত আকাশটা। মাঝে মাঝে দমকা বাতাস বয়ে যাচ্ছে। সব মিলিয়ে দারুন এক আবহাওয়া আজ।

20240405_172406.jpg

রাফি গত দুই দিনের বৃষ্টিতে খুবই বিরক্ত৷ মাত্র ৭ দিনের ছুটি নিয়ে সে এসেছে, এর মধ্যে বৃষ্টি নষ্ট করে দিয়েছে তার ২ টা মুল্যবান দিন।
বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার খাতিরে সে গত ২ বছর যাবত শহরে থাকে। তবে ছুটি পেলেই ছুট দেয় গ্রামের দিকে। শৈশব কৈশোর সব কেটেছে তার এই গ্রামেই। তবে জীবনের তাগদে অনিচ্ছা সত্বেও তাকে থাকতে হয় ওই ইট কাঠ দালানের নগরীতে।

আজ আবহাওয়া দেখে রাফির মনটা সকাল থেকেই চঞ্চল হয়ে আছে। কখন বিকাল হবে, কখন বাইকটা নিয়ে বন্ধুদের সাথে ছুট দিবে। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষন ফোন দেখে ঠিক চারটায় সে ফোন করলো নিশান কে।

  • কিরে নিশান কই? বের হবি না?
  • হ্যা, বাইক নিয়ে মোড়ে দাড়া, আমি বের হচ্ছি।
  • ওকে।

রেডি হয়ে চাবিটা নিয়ে বের হতেই প্রতিদিনের মত আজকেও পেছন থেকে ডাক......

চলবে...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59203.63
ETH 2522.75
USDT 1.00
SBD 2.51