নীল গগনের মায়া - পর্ব ০৩ (সিরিজ গল্প: ০১)

in #story2 days ago

আমার লেখা সিরিজ গল্প - ০১
"নীল গগনের মায়া" - পর্ব ০৩

গত পর্বের পর...

এতক্ষন তারা খেয়াল করেনি যে মাহিলাটির পেছনে যে আরো একজনের উপস্থিতি ছিল।
মেয়েটিকে এক মুহুর্তের জন্য রাফি দেখেছিলো, তবে সে মনে করতে পারছে না চেহারাটা। শুধু মনে পড়ছে চোখ দুটো।

20240826_163018.jpg

বাইকটি একপাশে স্টান্ড করে রেখে দুজন উঠে মহিলাটির সাথে গেট দিয়ে বাড়িটার ভেতর ঢুকলো। ভেতরে বড় একটি উঠোনের এক কোনে বড় একটা আম গাছ। এক পাশে ২ টি গরু সহ একটা দালান গরুর ঘর। দোতালা লম্বা বাড়ি। ওরা উঠানের এক পাশে রাখা একটা বেঞ্চে বসলো। মহিলাটি একটি বোতলে পানি নিয়ে এসে ওদের দিয়ে এগিয়ে দিয়ে দিয়ে বললো

  • নাও পানি খাও। তোমাদের বাড়ি কোথায়?
  • আন্টি আমাদের বাসা রসুলপুর বাজারে। আমরা ঘুরতে বের হয়েছিলাম এদিকে।
  • ওহ, একটু বসো।

সিড়িতে কেউ একজন নামার শব্দ পাচ্ছে ওরা। অধির আগ্রহে যেন অপেক্ষা ওই না দেখতে পাওয়া মুখ খানা একটু দেখার। আসতে আসতে সিড়ি দিয়ে নামার শব্দটি এগিয়ে এলো, তারপর ঘুরে তাকাতে ওরা দেখলো একটা বাচ্চা স্যাভলন আর তুলা নিয়ে এসে বললো

  • এই নাও, আপু দিলো।

ধ্যাত, অপেক্ষাটাই মাটি। তারপর মহিলাটি যেন পরম মমতায় রাফির কাটা জায়গাগ স্যাভলন দিয়ে পরিষ্কার করে দিলো। রাফির চঞ্চল চোখ দুটো যেনো উপরের দিকে খুজেই যাচ্ছে ওই মুখটা। এক অদ্ভুত কৌতুহল যেন পেছন ছাড়ছেনা রাফির...

চলবে...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59201.08
ETH 2515.32
USDT 1.00
SBD 2.50