জ্যোৎস্না স্নাত আকাশটা - দুই পর্বের গল্প: ০৩
"জ্যোৎস্না স্নাত আকাশটা - প্রথম পর্ব"
রাত গভীর হয়েছে। আকাশে পূর্ণিমার চাঁদ তার সমস্ত জ্যোৎস্না ঢেলে দিয়েছে পৃথিবীর বুকে। গ্রামটির পাশে, নদীর ধারে বসে আছে ইমন। সে হাঁটু গেড়ে বসে বসে নদীর পানির দিকে তাকিয়ে আছে। পানির উপর প্রতিফলিত চাঁদের আলো এক রকম রুপালী আভা তৈরি করেছে, যা দেখে মনে হয় নদীটিও যেন স্নান করেছে জ্যোৎস্নার পানিতে।
ইমনের মনে অদ্ভুত এক শূন্যতা। আজকের রাতটা তার কাছে অন্য সব রাতের চেয়ে অনেকটা আলাদা। এই নদীর ধারে সে আর ইশা কতবার এসে বসেছে, দু'জনের হাসি-মজায় ভরপুর সময়গুলো এখানে কেটে গেছে এখানেই। কিন্তু আজ ইশা নেই। ইশা তাকে ছেড়ে গেছে এক সপ্তাহ হলো।
ইশার চলে যাওয়ার কারণ ছিলো তার পরিবার। ইমনকে তারা মেনে নিতে পারেনি। ইমন জানে, ইশা তাকে ছেড়ে যেতে চায়নি। কিন্তু বাধ্য হয়েছিলো। আর সেই দিন থেকে ইমনের রাতগুলো ভীষণ দীর্ঘ হয়ে গেছে। জ্যোৎস্নার আলো আজ তার কাছে আনন্দের নয়, বরং এক ধরনের নির্জনতার প্রতীক হয়ে গেছে।
তবে, আজকের রাতটা বিশেষ। কারণ ইশা আজ শেষবারের মতো ইমনের সাথে দেখা করতে আসবে। তাদের শেষ বিদায় হবে এই নদীর ধারে, এই জ্যোৎস্না স্নাত আকাশের নিচে...
চলবে...