নীল গগনের মায়া - পর্ব ০২ (সিরিজ গল্প:০১)

in #storylast month (edited)

আমার লেখা সিরিজ গল্প - ০১
"নীল গগনের মায়া" - পর্ব ০২

গত পর্বের পর...

রেডি হয়ে চাবিটা নিয়ে বের হতেই পেছন থেকে ডাক...

  • রাফি, দেখতো বাবা মোবাইলে সাউন্ড হচ্ছে না কেন?
  • মা, তুমি শুধু বাইরে যাওয়ার সময় ডাকো। কই দেখি।

20240223_161821.jpg

মায়ের ফোনটা ঠিক করে দিয়ে বাইক টা ঘর থেকে বের করে ছুট দিলো মোড়ের দিকে। নিশান কে পিছনে চাপিয়ে অনির্ধারিত গন্তব্যের দিকে দুইজন চলতে লাগলো।
দুই ধারে ধান ক্ষেত। দুই বন্ধু গল্প করতে করতে বাইকে ধীরে চলছে।

  • রাফি, তুই চলে যাবি কবে?
  • আর দুই দিন আছি। ধুর যাওয়ার কথা মনে হলেই মন টা খারাপ হয়ে যায়।
  • হুম, আমারও।

এভাবে এগোতে এগোতে রাস্তার একটা বাক পার হচ্ছিলো ওরা, হঠাত একটা গরু কোথা থেকে এসে ওদের সামনে। বাইক নিয়ে দুই জনই ধপাস করে পড়ল রাস্তার ও পারে৷
রাস্তার সাথে লাগোয়া একটা সদ্য রঙ করা বাড়ি থেকে একটি আধা বয়সি মহিলা বেরিয়ে আসলো ওদের পড়ে যাওয়ার শব্দ শুনে। এসে ওদের দুইজন কে ওঠালো ধরে।
নিশান এর তেমন কিছু হয়নি, তবে রাফির কনুইয়ের কাছে কিছুটা ছোট লেগেছে। রক্ত বের হচ্ছে দেখে মহিলাটি বললো,

  • আসো বাবা, ভেতরে, একটু স্যাভলন লাগিয়ে দেই, এই নীল যা তো উপর থেকে স্যাভলন এর বোতল আর তুলা নিয়ে আয়।

ঠিম এই মুহুর্তে রাফি আর নিশান উপরে তাকিয়ে দেখলো এক জোড়া কালো চোখ, মাথা ওড়না দিয়ে ঢাকা একটি মেয়ে পেছন দিকে ঘুরে স্যাভলন আনতে চলে গেলো।
এতক্ষন তারা খেয়াল করেনি যে মাহিলাটির পেছনে যে আরো একজনের উপস্থিতি ছিল....

চলবে...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61168.42
ETH 2363.94
USDT 1.00
SBD 2.58