বনফুল - ছোট গল্প : ১৪

in #story7 days ago

আমার লেখা ছোট গল্প - ১৪
"বনফুল"

হোসেন মিয়া, গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, একটি শতাব্দী পুরনো বটগাছের ছায়ায় বসে থাকতেন প্রতিদিন। গাছটি ছিল তার একমাত্র সঙ্গী। লোকমুখে জানা যায় গাছটির নাম "বনফুল"। গ্রামের মানুষেরা বলত, এই গাছটি নাকি কোনো এক সময় সুন্দর ফুল ফুটত। যদিও কেউ সেই ফুল দেখেনি, তবু কল্পনা করা হতো যে সেই ফুল ছিল নাকি স্বর্গীয় সৌন্দর্যের।

20231022_123825.jpg

হোসেন মিয়ার দিনগুলো কাটত সেই বটগাছের নিচে। গাছটির প্রতিটি ডাল, প্রতিটি পাতা তার কাছে এক একটা যেন গল্প বলত। তিনি বসে বসে ভাবতেন, "বনফুল" নামের পেছনে কি কোনো বিশেষ রহস্য আছে? কেবল কি এটিই সত্য, যে এই গাছটি একসময় সুন্দর ফুল ফোটাত?

একদিন, একটি ছোট্ট মেয়ে গাছটির নিচে এসে বসে। তার হাতে একটি শুকনো ফুলের গুচ্ছ। হোসেন মিয়া তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, "এটা কোথা থেকে পেলে, মা?"

মেয়েটি বলল, "আমি স্বপ্নে দেখেছিলাম এই গাছের নিচে একসময় ফুল ফুটেছিল। সকালে উঠে দেখি আমার হাতে এই ফুল।"

হোসেন মিয়া স্তব্ধ হয়ে রইলেন। তিনি জানতেন, যে গাছ একসময় ফুল ফোটাত, সেই স্মৃতি হয়তো হারিয়ে গিয়েছে। কিন্তু এই ছোট্ট মেয়েটি যেন সেই স্মৃতিকে আবার জীবিত করে তুলল।

গ্রামের মানুষজন জানতে পেরে ছুটে আসে, আর মেয়েটির হাতে থাকা ফুলগুলো দেখে অবাক হয়। কেউ বলল, এটা কোনো অলৌকিক ঘটনা, কেউ বলল, এ কেবল এক কল্পনা। কিন্তু হোসেন মিয়া জানতেন, বনফুলের গল্প এখন শেষ হয়নি, বরং একটি নতুন অধ্যায়ের শুরু।

"বনফুল" হলো স্মৃতি, বিশ্বাস এবং প্রকৃতির অনন্ত রহস্যের এক প্রতীক। আর সেই রহস্য একদিন পূর্ণতর হবে, যখন গাছটি আবার ফুল ফুটাবে, কেবল সেই দিনটির অপেক্ষা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59203.63
ETH 2522.75
USDT 1.00
SBD 2.51