Story of a song and a Youtube channel.

in #story6 years ago (edited)

সময়টা ২০১৫-১৬ এর মধ্যকার। বাংলাদেশে হুটহাট ইউটিউবিং চর্চা শুরু হয়ে যায়। যে যেখানে যেভাবে পারে চ্যালেন ক্রিয়েট করা শুরু করে। ভালো, খারাপ, ফালতু থেকে আলতু পর্যন্ত; সকল রকমের চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করা শুরু হয়। ইউটিউব থেকে আয় করে বাংলাদেশে টাকা নিয়েই আসবে টাইপ অবস্থা শুরু হয়।

আমিও ভাবলাম, এই সুযোগ হারাই কি করে? নিজের পিসি নাই, বন্ধুর পিসি দিয়া একটা চ্যানেল খুললাম। ভালা ক্যামেরা নাই। মোবাইল দিয়া ভিডিও করলাম। যা তা কন্টেন্ট দিয়া, কোন রকম জোড়া তালি দিয়া একটা ভিডিও ইউটিউবে আপলোড দিলাম।

Screenshot_233.png

এরপর শুরু মেইন কাজ। ভিউ হয় না, নিজেই ভিউ করতাম এর ওর আইডি দিয়া। নিজেই একাদিক ইমেইল খুলে সাবস্ক্রাইব করতাম। এভাবে-ওভাবে মোটামুটি ভিডিওর ২০০ ভিউ আর সাবস্ক্রাইবার হয় ৬০। একদিন ঘুম থেইকা উইঠা দেখি ওই চ্যানেল হাওয়া! খুব কষ্ট পাইছিলাম। বলে রাখি, আমার চ্যানেলের সাথে সাথে লক্ষাধিক চ্যানেল গায়েব হয়ে যায়। পরে একটা গানের চ্যানেল খুলি। তখন সরাসরি মনিটাইজ করা যাইতো। মনিটাইজ করা চ্যানেলে গানের লিরিক্স ভিডিও আপলোড দিতাম আর দেখতাম কপিরাইট আছে। কষ্ট জলে যাইতে লাগতো। একদিন ওই চ্যানেলটাও হাওয়া। আমার পাসওয়ার্ড মনে ছিলো না। আর বন্ধু উইন্ডোজ দিয়া দেয়ায় সব যায়।

এরপর ২০১৬ এর শেষ দিকে নিজের পিসি আসে। নতুন একটা চ্যানেল খুলি। আগের গানগুলা ডাউনলোড কইরা আপলোড দেয়া শুরু করি। কিন্তু ততদিনে নিয়ম এসে গেছিলো চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার লাগবে আর ৪০০০ ঘন্টা ওয়াচটাইম লাগবে। আমি ইউটিউবার হমু এই আশা বাদ দিয়া গান আপলোড দিতাম। যে ভিডিওগুলার রেজুলেশন ভালো ছিলো না সেগুলা ডিলিট দিয়া একদম ফ্রেশ কিছু গান আপলোড দেই। এরমধ্যে একটা ছিলো,
"আমি শুনেছি সেদিন তুমি"। আমার খুবই প্রিয় একটা গান। নিজের প্রিয় বলেই আপলোড দিছিলাম।

এরপর গ্রামে গেলাম। গ্রাম থেকে এক মাস পর এসে পুরাই তাজ্জব বনে গেলাম। ওই গানটার ভিউ এক লাখ হয়ে গেছে। সাবস্কাইবার ও ৭০০ হয়ে গেছে। আশায় বাঁচে চাষা। আমিও আশায় আশায় মনিটাইজ হবে হবে এই আশায় এক হাজারের বদলে দশ হাজার সাবস্ক্রাইবার জোগাড় হয়ে গেল। চার হাজার ঘন্টার বদলে চল্লিশ হাজার ঘন্টা ভিউ হলো। কিন্তু মনিটাইজ হলো না। এভাবে দশ থেকে বিশ হাজার সাবস্ক্রাইবার হলো। চল্লিশ হাজার থেকে চার লাখ ভিউ! কিছু থেকেই কিছু হলো না।

শেষ চেষ্টা হিসেবে সবগুলা কপিরাইটেড ভিডিও ডিলিট করে দিয়েছি। কিন্তু যখনই এই গানটা ডিলেট করতে গিয়েছি, হাত কেঁপে উঠেছে। কিভাবে এটা করি? আমার ২০,০০০ সাবস্ক্রাইবার, ৩৪ লাখ ভিউ তো এ গানটাই দিয়েছে বলতে গেলে। ডিলিট করিনি। ভালোবাসি গানটাকে। আর সেই ভালোবাসাই আমাকে ব্রেক থ্রু দিয়েছে।

আমি অবশ্য এখনো ইউটিউব থেকে টাকাটুকা পাইনি। পাবো আশাকরি। তবে এই গানটার প্রতি আমি কৃতজ্ঞ। আমি চ্যানেলের নাম দিলাম না সঙ্গত কারনে। (লোকে বলবে মার্কেটিং করি) [আমার ভিডিওর কোয়ালিটি খারাপ তা কিন্তু বলবো না।]।

I posted this in my Facebook Account. Here is my facebook account link.

Sort:  

Hi, @chemistpsycho!

You just got a 0.38% upvote from SteemPlus!
To get higher upvotes, earn more SteemPlus Points (SPP). On your Steemit wallet, check your SPP balance and click on "How to earn SPP?" to find out all the ways to earn.
If you're not using SteemPlus yet, please check our last posts in here to see the many ways in which SteemPlus can improve your Steem experience on Steemit and Busy.

Congratulations!

This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.

If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:

50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.

YOU ARE INVITED TO JOIN THE SERVER!

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 63615.94
ETH 2475.04
USDT 1.00
SBD 2.54