ছোট বেলার ঘুড়ি উড়ানো

in #story6 years ago

যখন খুব ছোট ছিলাম বিভিন্ন সাইজের ঘুড়ি তৈরি করতাম । আমরা সাধারনত যে ঘুড়িটি উড়াতাম সেটা হল চীলাআ ঘুড়ি । এটি চাড় কোণা বিশিষ্ট ঘুড়ি । পীছোণে একটি লম্বা লেজ থাকত । অনেক ঊপোড়ে ঊঠাতাম ঘুড়ি । সমস্ত সূতা ছেড়ে দিয়ে সবাইকে দেখাতাম । সবাই ঘুড়িটির প্রশংসা করত। কখনও কখনও ঘুড়ি তৈরিতে ত্রুটি থাকলে পাক দিত । আবার ঠিক করে ঘুড়ি উড়াতাম ।

আরও এক শ্রেণীর ঘুড়ি তৈরি করতাম । সেটা হল ধাওস ঘুড়ি । এটির কোন লেজ থাকত না । মাথায় একধরনের যন্ত্র বসানো থাকত , যেটা বাতাসের সাহায্যে বিশেষ ধরণের শব্দ করতে পারত । এই শব্দ বেশ দূর থেকেও সোনা যেত । একারণে সবাই এই ঘুড়ি পছন্দ করত । তবে অন্যরা আরও বিভিন্ন প্রকার ঘুড়ি তৈরি করে উড়াত । এর মধ্যে বাক্স ঘুড়ি বেশ জনপ্রিয় ছিল। এটি একটি খাচার মত দেখতে । বিভিন্ন রঙ্গে সাজান এই ঘুড়ি বেশ দৃষ্টি নন্দন।

Sort:  

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 2 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63