সহকর্মীর সাথে সম্পর্ক ভালো হওয়া চাই

in #steemtuner6 years ago

আমরা যারা চাকুরীজীবী, দিনের বেশীরভাগ সময় কাটাতে হয় কর্মস্থলে।দিনের বেশিরভাগ সময় কাটাতে হয় সহকর্মীদের সাথে।তাই অফিসের সহকর্মীদের সাথে একটা সম্পর্ক তৈরী হয়ে যায়। কিন্তু যাদের সাথে আপনি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন, তাদের সাথে যদি সম্পর্কটা ভালো না হয়, যদি তিক্ততায় ভরা থাকে।তাহলে কর্মজীবন হয়ে উঠবে অসহনীয়।

005.jpg
অফিসের ম্যানেজারের বিবাহত্তোর জীবনের শুভ কামনায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি

অফিসকে অনেকেই দ্বিতীয় বাড়ী হিসেবে ধরে নেয়। কারন দিনের অর্ধেক সময় কাটাতে হয় এখানে।তাই শুরু থেকেই আমাদের চেষ্টা করা উচিত, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখার। তাহলে শুধু ব্যক্তিগত জীবনই নয়, আমাদের কর্মজীবনও হবে শান্তিময়।আসলে সত্যি বলতে কি, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক থাকলে কাজ করে আনন্দ পাওয়া যায়।

002.jpg
আমার অফিসের সহকর্মীবৃন্দ

এখন প্রশ্ন করতে পারেন, কারো সাথে তো সুসম্পর্ক এমনি এমনি গড়ে উঠে না, উভয়পক্ষের সম্মতি প্রয়োজন সবার আগে।তাহলে আসুন দেখি কিছু উপায়, যার মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন সুসম্পর্ক তৈরী করার-

প্রথমত, অফিস চলাকালীন সময়ে কথা বার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্ভন করতে হবে। সহকর্মীর মানসিক অবস্থা না বুঝে হুট করে কিছু বলা যাবে না। কারন মানসিক অবস্থা না বুঝে ভালো কথা বললেও তার কাছে সেটা খারাপ লাগবে।সাবধান ভূলেও একজনের কথা অন্যজনের কাছে বলতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে।

দ্বিতীয়ত, অফিসে যাই হোক না কেন, সকলের সাথে হাসিমুখে কথা বলতে চেষ্টা করুন। কোন সমস্যা তৈরী হলেও সেটার সমাধান রাগারাগিতে নয়, হাসিমুখে সমাধানের উপায় খুঁজুন।কারন একটা কথা মনে রাখবেন, হাসিমুখের কিছু কথাবার্তা আপনার কর্মক্ষেত্রকে করে তুলবে প্রাণচাঞ্চল্য।তাতে সকলের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হবেন আপনি।

তৃতীয়ত, যত ঝামেলাই হোক না কেন, চেষ্টা করুন মানিয়ে চলার। কারন আপনার একটু ছাড় দেওয়ার কারনে অফিসের পরিবেশটা হতে পারে আরো সুন্দর।আর একটা কথা সবাই একরকম নয়, তাই কারো আচরণে মন খারাপ করে থাকাটা বোকামী। সবচেয়ে বড় কথা হলো নিজের সম্মান নিজেকেই বজায় রাখতে হবে।

সবশেষে, দিনের বেশিরভাগ সময় যেহেতু অফিসে কাটাতে হয় আমাদের, তাই সহকর্মীদের সাথে সম্পর্ক হওয়া চাই পরিবারের মতোই। পারস্পরিক সৌহার্দোবোধ ও নির্ভরতা যেন স্বাভাবিক থাকে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

Sort:  

vai apnake chetha comment korce kn

or matha kharap hoye geche :O

Congratulations! your post has benn selected to present on #weekly-curationlounge on Steem Tuner voice. Must attend this show at 10pm to participate this contest.

You can make people learn how to write a good post. Awesome work!

thank you, I will try my best apu

Congratulations for being 1st on curation lounge.

Thank you for selecting me in the first position.

Your post has been selected to be presented in "Steemit Bangladesh curation competition episode # 9" . If you are from Bangladesh and would like to present the article in voice hangout during the competition, Please join the hangout on discordapp

Steemit Bangladesh curation competition episode # 9
Time : 10 PM BDT
Date: 17/07/2018 (Tuesday).


Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65180.67
ETH 2632.28
USDT 1.00
SBD 2.84