স্টিমেট-এ আমার প্রথম ব্লগ- একটি নতুন অভিজ্ঞতা

in #steemit4 months ago (edited)

আমার প্রথম ব্লগ লেখার পোস্টটি ছিল একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা, বাংলায় একটি ব্লগ লেখা আমার নিজের ভাষার মত এবং আমার অনুভূতির চিন্তা সবার সাথে শেয়ার করার একটি চমৎকার মাধ্যম।
সেই গল্পটা সবার সাথে শেয়ার করতে চাই।

1st Post.jpg

কেন স্টিমেট?

স্টিমেট হলো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে লেখকের কন্টেন শেয়ার করে এবং ক্রিপ্টোকারেন্সি আয় করতে পারেন।
বাংলা ভাষায় কনটেন্ট তৈরি করার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, কারণ এখানে বাংলা ভাষাভাষী অনেক ব্যবহারকারী রয়েছেন । এই প্ল্যাটফর্মটি শুধু লেখকদের জন্য নয় পাঠকদের সমানভাবে উৎসাহিত করে।

প্রথম পোস্টে প্রস্তুতি:

এই পোস্টটি লেখার আগে প্রথমে ধন্যবাদ জানাই হিমেল ভাইয়াকে, যার মাধ্যমে আমি মূলত এই নতুন যাত্রা শুরু করি এবং এই পোস্টের আগে আমি স্টিমেটের অনেক বিভিন্ন কন্টেন্ট পড়েছি কিভাবে করতে হয়,
কিভাবে পোস্ট করতে হয় এবং ট্যাগ করতে হয় এবং কিভাবে পাঠকদের সাথে ইন্টারেকশন করতে হয় সেই সম্পর্কগুলোতে ধারণা নিয়েছিলাম। বাংলা ভাষায় পোস্ট লিখতে হলে বাংলা শুদ্ধতা ও বাক্য গঠনের উপরে জোর দিতে হয় ।
এই সমস্ত বিষয় চিন্তা করে মূলত এ আমার পোস্টটি লেখা ।

প্রথম পোস্টের বিষয়বস্তু:

প্রথম পোস্টের বিষয়বস্তু ছিল আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্টিমেটে প্রথম আমি নতুন আসছি । এখানে প্রথমে আমি আমার পরিচয় স্থাপন করেছি এবং কোথা থেকে এসেছি এবং কার মাধ্যমে এসেছি সে সম্পর্কে।
বাংলা ভাষাভাষী অনেকেই এখানে থাকতে পারে, সে বিষয়ে আমি আমার প্রথম লেখাটি বাংলাতে উপস্থাপন করলাম ।

নতুনদের উদ্দেশ্যে আমার উপদেশ রইল-

*যারা এখানে নতুন আসবেন তারা অবশ্যই আপনাদের নতুন কন্টেন্ট, নতুন ক্রিয়েটিভিটি সৃষ্টি করে কনটেন্ট তৈরি করবেন।
*কারণ এখানে আপনি যতই নতুনত্ব নিয়ে আসবেন আপনার গ্রহণযোগ্যতা ততই বৃদ্ধি পাবে।
*প্রতিদিন কন্টাক্ট আপলোড করবেন এতে করে আপনার সবার সাথে পরিচিতি বৃদ্ধি পাবে।
*চেষ্টা করবেন আপনার নিজস্ব ভাষায় নিজস্ব মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করতে।

মন্তব্য:

পরিশেষে একটি জিনিস উপলব্ধি করলাম, এটা আসলে একটি চমৎকার প্ল্যাটফর্ম- যেটা আপনার নিজস্ব মতামত এবং উপলব্ধি শেয়ার করার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি আয় করতে পারেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69940.74
ETH 2517.95
USDT 1.00
SBD 2.55