দেখা হবে না আর দাদা কে, হবে না আর সেই চিরচেনা হ্যাংআউট😓
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ৩১ ই আগস্ট ২০২৫ ইং
স্টিমিট প্ল্যাটফর্মের বাংলা ব্লগ কমিউনিটি ছিল শুধু একটি অনলাইন কমিউনিটি নয়, বরং ছিল এক বিশাল পরিবার। এখানে আমরা কেবল লিখতে শিখিনি, বরং শিখেছি একে অপরের হাত ধরে এগিয়ে যেতে, একে অপরকে সাহস দিতে, আর স্বপ্ন দেখাতে। আমাদের প্রতিষ্ঠাতা দাদা ছিলেন এই পরিবারের প্রাণকেন্দ্র। তিনি শুধু একজন নেতা নন, ছিলেন একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন বন্ধু। প্রতিটি নতুন সদস্যকে তিনি নিজের হাতে শেখাতেন কিভাবে লিখতে হয়, কিভাবে নিজের ভাবনা সাজাতে হয়, কিভাবে ব্লগিং থেকে উপার্জন করে জীবনকে এগিয়ে নিতে হয়।
এই কমিউনিটি আমাদের অনেকের জীবনে পরিবর্তন এনেছে। অনেকেই এখান থেকে উপার্জন করে পড়ালেখার খরচ চালিয়েছেন, সংসারের ভার সামলেছেন, আবার কেউ কেউ লেখালেখির মাধ্যমে খুঁজে পেয়েছেন নিজেদের প্রতিভা। সেই চেনা হ্যাংআউট, সেই আলোচনার মুহূর্ত, পোস্টের নিচে ভেসে আসা আন্তরিক মন্তব্যগুলো সবই যেন আমাদের দিনের একটি অপরিহার্য অংশ হয়ে গিয়েছিল।কিন্তু আগামী মাসের এক তারিখে এই কমিউনিটি আর থাকবে না। বন্ধ হয়ে যাবে আমাদের সেই চিরচেনা ঠিকানা।
মনে হচ্ছে যেন একটা ঘর ভেঙে যাচ্ছে, যেখানে প্রতিটি কোণায় আমাদের স্মৃতি গেঁথে আছে। দাদা আর আমাদের সঙ্গে থাকবেন না, আর দেখা হবে না সেই প্রাণবন্ত আলোচনায়। মন খারাপ হয়ে যায় ভাবতেই, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের হাসি, কান্না, পরিশ্রম আর সাফল্যের গল্প।তবুও এই বিদায়ের মুহূর্তে কৃতজ্ঞতা জানাতে চাই। ধন্যবাদ দাদাকে, যিনি আমাদের হাত ধরে পথ চলতে শিখিয়েছেন। ধন্যবাদ প্রতিটি সদস্যকে, যারা মিলে এই পরিবারটিকে গড়ে তুলেছিলেন।
হয়তো কমিউনিটি থাকবে না, কিন্তু আমাদের বন্ধন কখনও ভাঙবে না। স্মৃতি আর শেখানো পাঠগুলো আমাদের সঙ্গে চিরকাল বেঁচে থাকবে।আজ মন ভারী, চোখ ভিজে আসে, তবুও বিশ্বাস করি যে বন্ধন হৃদয়ের, তা কোনও প্ল্যাটফর্মের বন্ধ হয়ে যাওয়া দিয়ে শেষ হয় না। আমরা যারা এই পরিবারের অংশ ছিলাম, আমরা চিরকালই একে অপরের সঙ্গে যুক্ত থাকব অন্য কোথাও, অন্য রূপে, অন্য ভোরে।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.