কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং এর গুরত্ব||Content Writing|Article Writing

in #steemit2 years ago

কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং বর্তমানে ডিজিটাল কনটেন্ট এর একটি জনপ্রিয় ধাপ।বিভিন্ন ক্ষেত্রে কনটেন্ট রাইটিং গুরুত্ব বহন করে।আমাদের আজকের আলোচনা কনটেন্ট রাইটিং এর গুরুত্ব নিয়ে।

• মার্কেটিং ক্ষেত্রেঃ আর্টিকেল রাই্টিং বা কনটেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান ও সহজ উপায়।বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং নিজেকে এনালগ মার্কেটিং থেকে এক অনন্য স্থানে নিয়ে গেছে। যার ফলে মার্কেটিং হয়ে গেছে সহজ এবং পন্য বিক্রয় হয়ে গেছে আগের চাইতে কয়েকগুন বেশি। কোন একটি পণ্য মার্কেট প্লেসে আনলে সর্বপ্রথম চিন্তা করতে হবে, পণ্য টি কিভাবে বাজারে বিক্রি করা যায়।পণ্য মার্কেটে নিয়ে আসার প্রধান কারন হলো যাতে পণ্য টি বিক্রয় করে বিনিয়োগ এবং লাভের অর্থ উত্তোলন করা যায়।
আপরদিকে ব্যাবসার একটি প্রধান শর্ত হলো প্রোডাক্টের প্রচার করা।আমরা সকলেই হয়তো জেনে থাকবো “প্রচারেই প্রসার”। সুতরাং ব্যাবসা ক্ষেত্রে প্রচার করা অতীব জরুরি।অর্থ্যাত দিনশেষে এমনটাই বলা যায়, মার্কেটিং ছাড়া ব্যাবসা অচল।
আর্টিকেল রাইটিংকে মার্কেটিং এর একটি ভিত্তি বলা যায়।বাজারে একটি পন্য আসলে সেই পন্য সমন্ধে সকল কিছু লিখিত আকারে ক্রেতাসাধারণকে জানানোই হলো আর্কেটিকেল মার্কেটিং এর মূখ্য উদ্দেশ্য।
এখন প্রশ্ন আসতেই পারে “কেন আর্টিকেলের মাধ্যমেই মার্কেটিং করতে হবে?”
এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ।ধরুন এডমিশন এসিসটেন্ট একটি নতুন কোর্স এনেছে।।কোর্সটি স্টুডেন্টদের কাছে বিক্রি করতে হলে তাদের এই কোর্স নিয়ে জানাতে হবে।কিন্ত জানানোটা এত সহজ কাজ নয়।দেখা গেলো কোর্সটি আনা হয়েছে এডমিশনের উপরে ভিত্তি করে।কিন্ত দেশেতো লাখ লাখ এ্যাডমিশন স্টুডেন্ট আছে।তাহলে উপায় কি?
উপায় খুবই সহজ।কোর্স ডিটেইল নিয়ে একটি আর্টিকেল লিখে সেটি সোশ্যাল মিডিয়া বা বড় কোন প্লাটফর্মে পাবলিশ করে দেওয়া!
এখন এই আর্টিকেল দেখে স্টুডেন্টরা বুঝে যাবে কোর্সটিতে কিকি আছে।ব্যাস এক আর্কিটেকেলেই মার্কেটিং এর বেশিরভাগ কাজ হয়ে গেল!!

• প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়াঃ প্রিন্ট মিডিয়া বা অনলাইন মিডিয়াইয় বিভিন্ন বিষয়ে লেখা ছাপা বা প্রকাশ করা হয়।এসব ক্ষেত্রে আর্টিকেল আকারে লেখা চাওয়া হয়।সুতরাং এ ক্ষেত্রে কনটেন্ট রাইটিং এর গুরুত্ব বোঝা যাচ্ছে

• ব্লগিংঃ ব্লগিং বর্তমানে অত্যন্ত জনপ্রিয় নেশা ও পেশা।ইন্টারনেটের সহজলভ্যতা বাড়ার সাথে সাথে মানুষ ব্লগিং এর সাথে পরিচিত হয়েছে।ব্লগিং এর মাধ্যমে কোন ব্যক্তি তার মনের ভাব সম্পূর্ণরূপে আর্টিকেল আকারে প্রকাশ করতে পারেন।এছাড়াও ব্লগিং সাইটে এ্যাড বসিয়ে অর্থ লাভ করা সম্ভব

• সিভি রাইটিংঃ যেকোন চাকরি বা কোম্পানিতে যোগদানের জন্যে প্রার্থীর কাছে তার সিভি চাওয়া হয়।একজন প্রার্থী কতটা যোগ্য সেটা তার সিভি বহন করে।সুতরাং নিজেকে প্রকাশ করার জন্যে সিভি রাইটিং খুবই গুরুত্বপূর্ণ।এক্ষেত্রেও কনটেন্ট রাইটিং গুরুত্ববহন করে।
এছাড়াও নিন্মোক্ত ক্ষেত্রে কনটেন্ট রাইটিং গুরুত্ববহন করেঃ
১/এসইও রাইটিং
২/ই-বুক রাইটিং
৩/পণ্যের রিভিউ লেখাসহ অন্যান্য ক্ষেত্রে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61185.73
ETH 3012.54
USDT 1.00
SBD 3.84