Hopeless

in #steemit6 years ago

সময়ের সাথে সাথে আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি :)

একটা সময় ছিল যখন কোন মেয়েকে কোন ছেলে যদি ফলো করতো....
-এই যে ভাই, আপনি আমাকে ফলো করছেন কেন?ডাকমু এখন আমার ভাইয়েরে... ভয়ে ছেলে উল্টো দিকে দৌড় দিত!!!!

আর বতর্মানে
-ভাইয়া, ফলোই করেন আপাতত... ফেন্ড লিস্ট ফুল আছে।
নিজ থেকেই ফলো করার জন্য বলে :)

আরেকটা সময় ছিল, মেয়েদের লাইক টাইকের উপ্রে ছিল ভিষম অনীহা....
-ভাইয়া, এসব লাইক ফাইক আমাকে করিয়েন না, বাসায় জানলে... হুদাই সমস্যা হবে।

আর বতর্মানে
-ভাইয়া, আছেন নাকি মইরা গেছেন!!! এতো ছবি আপলোড করি। ... কই আপনি তো একটা লাইক ও দেন না। :p

অন্য আরেকটা সময় ছিল... আপু আপনার নাম ঠিকানা?
-আমার নাম ঠিকানা দিয়ে আপনার কাম কি? যান নিজের রোড মাপেন, যান কইতাছি.. নাইলে পা এর জুতা খুলে গালে মারমু!!!

আর বতর্মানে
-আপু আপনি থাকেন কই, কিসে পড়েন?
-এ্যাবাউটসে সব দেয়া আছে, চেক করে নেন।
:D

সেই শাহজাহান আর মমতাজ এর আমল থেকে শুনে আসতেছি মেয়েরা মিস কল দেয় আর ছেলেরা কল করে

আর বতর্মানে
মেয়েরা সরাসরি Messenger এ কল করে ;)

আমরা জানি,
১.মানুষ সামাজিক জীব।

২.মানুষ মরণ শীল...।

✌ পরিশেষে শুধু দুটা কথাই বলতে চাই...

১.মানুষ সামাজিক ও যোগাযোগ মাধ্যম জীব।

২.মানুষ মরণ ও পরিবর্তন শীল...।।

:)

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69828.11
ETH 3825.90
USDT 1.00
SBD 3.55