আমার বাংলা ব্লগ:মানুষ একটি জীবন্ত লাশ।
মানুষ একটি জীবন্ত লাশ
মানুষের একা জীবন যেন এক টুকরো আকাশ,
যেখানে স্বপ্নের পাখি উড়ে চলে স্বাধীনতা-উন্মুখ।
জীবনের পথে প্রতিটি পদক্ষেপে খোঁজে শান্তি,
মাঝে মাঝে ভুলেও কল্পনার বেসুরে গান গায়।
মৃত্যু এসে যায়, যেন এক অপ্রত্যাশিত অতিথি,
নেই সেখানে আর কোন পথচলা, নেই কিছুর রেশ।
যদি বলি, মানুষ একটা জীবন তো লাশ তা একটি,
তবে কি জানি, মৃত্যুর পরে কোথায় পড়ে স্নেহের ছায়া?
মানুষের জীবন তবুও যেন এক মায়ার খেলা,
তবুও প্রাণে রয়ে যায় কিছু অম্লান স্বপ্নের জ্বালা।
জীবন শেষ হলে মৃত্যু আসবে, অস্থির হয় না,
এই অনন্ত অমৃত ভাণ্ডারে কেবল স্মৃতি বহমান।