খেলাঘর

in #steemitlast year

হারানো পথ খুঁজতে গিয়ে
পিছন ফিরে দেখতে পাই
পথটা যেন মেলায় খোয়া
কিশোরী এক শ্যামলা মেয়ে!

রুক্ষ মাটি পুড়ছে রোদে
ঘরের খোঁজ দেয় না কেউ,
অচেনা মুখ ছুটছে জোরে
পথের ঘোরে কোথায় যায়!

কিনছে কেউ চুলের ফিতে
কাঠের ঘোড়া মাটির পাখি
ঘুরছে কেউ চরকি চড়ে
জমেছে খুব বিক্রিবাটা।

কার যে হাতে টুকরো টান
গোপন করে জমাট আছে !
ঝাঁপিয়ে এসে বলবে চলো
গুমোট মেঘ যেমন ঝরে।

ভিড়ের মাঝে হাতটা পেলে
আঁকড়ে ধরে রাখবো খুব;
হঠাৎ যেন আঙুল ছুড়ে
যায় না মেঘের সুখ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111473.39
ETH 4424.48
SBD 0.84