তুমি বলেছিলে

in #steemitlast year (edited)

তুমি বলেছিলে
আমাকে নিয়ে যাবে তুমি
যেখানে ছুঁয়েছে পৃথিবী নোনাজল সমুদ্রের
যেখানে শালিক গায় শান্তির গান।
পানকৌড়ি কথা কয়
জলের নিচে ডোবে না কখনো নরোম রোদ্দুর যেখানে বেলা বয়ে যায়না মরুৎ ছলে স্রোতের মতো শান্তির কবুতর যেখানে বাঁধে নীড় শত শত

তুমি বলেছিলে
নিয়ে যাবে আমাকে
স্বর্গ - মর্ত্য - পাতালের মিলনভূমিতে
যেখানে বইছে জোছনার বন্য
রূপালী ফুলের গন্ধে ভরে গেছে পৃথিবী
রাতের প্রখর জ্বলে, ছায়াস্নিগ্ধ প্রেমে।

তুমি বলেছিলে
আমাকে নিয়ে যাবে তুমি
হিরন্ময় রৌদ্র কমনীয় মানুষের দেশে
পৃথিবী ঘুমায়েছে তিনটার মহাশূন্যের পরে
যেখানে জেগেছে মৈত্রীর শহর ভালোবাসার চলে।আমরা দুজনে বিবশ বন্ধনে যাবো ভেসে ভেসে।

হুমায়রা খানম

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111452.22
ETH 4370.09
SBD 0.84