গ্রামের কৃষকের কৃষি কাজের দৃশ্য ও গ্রাম্য কিছু খেলা।

in #steemexclusivelast year

আচ্ছালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন৷ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ।এ দেশে অনেক ধরণের ফসল ফোশোলাদি ফলে তার মধ্যে অন্যতম ফসল হলো ধান এ দেশে বছরে দুই বার ধান ফলানো যায়। এক হলো আমন, আর দুই হলো ইরী। আমন ধান চাষের উপযুক্ত সময় হলো মে মাস থেকে জুন মাস এ সময় কৃষকরা ব্যস্ত থাকে আমন ধান লাগানোর জন্য জমি তৈরী করার কাজে কারণ এ সময় বৃষ্টির পানি জমিতে জমে থাকে তাই জমি চাষ করার কাজে ব্যবহার করা হয় গরুর হাল আবার অনেকে ব্যবহার করে থাকে পাওয়ার্টিলার বা ট্রাক্টর। জমি তৈরী হয়েগেলে সেই জমিতে আগে উর্বর শক্তি বাড়ানোর জন্য সার ছেটানো হয় তার পরে সেখানে রোপন করা হয় চারা গাছ। চারা গাছ লাগানোর ১৫ দিন হলে আবারো দিতে হবে সার এরপর ৪৫ পরে দিতে হবে কীটনাশখ তারপর আবার সার দিতে হবে ৫০/৬০ মধ্যে।
20230824_124912.jpg
এভাবে ৯০/১০০ দিনের মধ্যে ধান পেকে যায় এরপর কৃষকের আনন্দ পাকা ধান ঘরে তোলার ধান ঘরে তোলা হয়ে গেলে কৃষকরা এই অবশর সময় গ্রাম্য কিছু খেলায় মেতে উঠে আমাদের গ্রাম্য ভাষায় খেলা গুলোর নাম যেমন বুদ্ধিবল, বারোপাইত, ইত্যাদি নামে পরিচিত।
20230824_125939.jpg
অবশর সময় শেষ করে আবারো প্রস্তুতি নেয় ইরি ধান লাগানোর জন্য। আমন ধান চাষের তুলনায় ইরি ধান চাষের খরচ বা টাকা অনেক বেশি লাগে আবার আমন ধানের তুলনায় ইরি ধানের ফলন অনেক বেশি। ইরি ধান রোপন করার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ডিসেম্বর।
20230824_124823.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63715.34
ETH 2738.90
USDT 1.00
SBD 2.61