বনভোজন ২০২৫: পর্ব ১
নমস্কার বন্ধুরা,
২০২৪ সালটা আমার জীবনের একটা দিক থেকে রীতিমতো শুকনো গিয়েছে সেটা হচ্ছে গত সালে আমি একটিও পিকনিক করিনি। ২০২৩ এর শেষ দিন পিকনিক করেছিলাম তবে তারপর ২০২৪ সারা বছর জুড়ে আর একটিও পিকনিক করার সুযোগ পায়নি। মনটা সেজন্য কদিন ধরে উশখুশ করছিল। আদপে শীতে বনভোজন একটা রীতির মতো হয়ে গিয়েছে। বছরে অন্তত একটি বার হলেও পিকনিক করা উচিত। মন মরা ছিলাম সেই বিষয়টা নিয়েই, সেই সময়ে হঠাৎ মঙ্গলবার কিছু পরিচিতদের মধ্যে পিকনিক করার পরিকল্পনা শুনতে পেলাম। আমি তাদের তরফ থেকে আমাকে কিছু বলার আগেই সোজা জানিয়ে রাখলাম পিকনিক হলে আমার নামটা অবশ্যই রাখতে হবে।
তারপর বুধবারেই শুনি, পিকনিকের স্পট এবং জন প্রতি কত টাকা দিতে হবে সেটাও ঠিক হয়ে গিয়েছে। আমি অপেক্ষা করিনি সোজা টাকা পাঠিয়ে রবিবার দিনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম। রবিবার যেন কিছুতেই আসছিল না। প্রহর গুনতে গুনতে কাঙ্খিত রবিবারে পৌঁছলাম। যাত্রা শুরুর জন্য বেছে নেওয়া হয়েছিল রাসবিহারী মোড়কে। আর সময় ঠিক করা হয়েছিল সকাল, ৮ টাতে।
সময় ৮ টার সময় থাকলেও, ঘর থেকে বেরোতেই পৌনে আটটা বেজে গেলো। দোষ , রবিবারের শীতকে। সেই জন্য ঘুম ভাঙ্গতে কিছুটা দেরী হলো। ঘুম থেকে উঠে ঝটপট বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে যে পিকনিকের সমস্ত দায়িত্ব ছিলে তার কাছ থেকে ফোন করে শুনে নিলাম তখন পর্যন্ত কেউই পৌঁছায়নি। সেটার কারণ নিশ্চয়ই বুঝতেই পারছেন রবিবারের দিন তার উপরে হালকা সুন্দর ঠান্ডা। এমন অবস্থায় কার ঘুম ভাঙ্গবে বলুন! হাঃ হাঃ। রাসবিহারী মোড় পৌঁছতে সবার একসাথে দেরী, স্বাভাবিক ভাবেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেও এক ঘন্টা দেরী হলো। আমাদের গন্তব্য ছিল দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানার মাঝেরআট।
দক্ষিণ চব্বিশ পরগনার রাস্তা অত্যন্ত সরু হওয়ার জন্য গাড়ি খুবই ধীরে ধীরে চলছিল। মাত্র ৬০ কিমি রাস্তা মনে হচ্ছিলো একশো কিলোমিটারের সমান। সকাল নটার সময় বেরিয়ে পৌঁছতে পৌঁছতে বেলা এগারো টা বেজে গেল! গাড়ি রাস্তার কাছে দাঁড় করিয়ে ভাঙাচোরা গ্রামের পথ দিয়ে হাঁটতে থাকলাম। বেশ কিছুটা হেঁটে তারপরে আমাদের পিকনিক স্পট। পথে পেলাম এক বেশ অভিনব দুর্গোৎসব কমিটি যারা সগর্বে লিখে রেখেছে তারা কোন সরকারি অনুকূল্য নেন না।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.
বনভোজন ২০২৫ প্রথম পর্ব শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনারা সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলেন, আসলে যে কোন কোথাও বনভোজনে গেলে বা ঘুরতে গেলে বাসা থেকে একটু সকাল সকাল বের হতে হয়। আপনারা সবাই অনেক ভালো একটা সময় পার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।
আসলে মাঝেমধ্যে পিকনিক না করলে ভালো লাগে না। তাই বছরে অন্ততপক্ষে ২/১ বার হলেও পিকনিক করা উচিত। যাইহোক সবাই মিলে পিকনিক করতে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালি থানার মাঝেরআট গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো দাদা। আশা করি সবাই মিলে বেশ মজা করেছেন। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।