আমার সুপার হিরো আব্বু এবার ৫০ বছরে পা দিল || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো সবাইকে, |
|---|
সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি কারণ আমি আজকে আপনাদের সাথে অনেক মজার এবং আমার জন্য অনেক আনন্দদায়ক একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। গতকাল আমার সুপার হিরোর জন্মদিন ছিল। মানে আমার আব্বুর জন্মদিন ছিল। অনেক আনন্দের সাথে পুরো দিনটি কাটিয়েছি। যদিও প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কি করব। কারণ ইতিমধ্যে আমার বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা চলছে। তাই ওরকম ভাবে কোন পরিকল্পনায় করা হয়নি। দিনগুলো পড়াশোনার ব্যস্ততার মধ্যেই যাচ্ছিল।
তারপর গতকাল সকালে ঘুম থেকে উঠে আব্বুকে জড়িয়ে ধরে তার জন্মদিনের শুভেচ্ছা জানালাম। সে তো আমাদের সবার কাছ থেকে শুভেচ্ছা পেয়ে মহাখুশি। তবে তখন কোনো উপহার তাকে দেওয়া হয়নি। তারপর সে তৈরি হয়ে অফিসে চলে যায়। তারপর আমি আর আমার ছোট বোন মিলে ভাবি যে আব্বুর জন্য ছোটখাটো হলেও কিছু একটা করা উচিত। তারপর আমাদের মনে পড়ে যে আমার আব্বু খুবই ভজোন রসিক একজন মানুষ। তাই আম্মুকে বললাম বাসায় আজকে আব্বুর পছন্দের খাবার রান্না করতে।
![]() | ![]() | ![]() |
|---|
আর এদিকে আমাদের মনে পড়লো যে আব্বু টেস্টি ট্রিট এর কেক খেতে অনেক পছন্দ করে। আমাদের জন্মদিনেও সে টেস্টি ট্রিট থেকে কেক কিনে নিয়ে আসে আমাদের জন্য। তাই ভাবলাম এবার যেহেতু সেরকম ভাবে আব্বুর জন্য কোন উপহার কেনা হয়নি তাই তার পছন্দ মত একটি কেক এনে তাকে সারপ্রাইজ দেই।
এর পর দুপুরের পরপরই আমি আর আমার ছোট বোন মিলে আমাদের বাসার কাছের টেস্টি ট্রিট এর দোকানে চলে যাই। ওই দোকানে এত ধরনের মজাদার কেক এবং প্রোডাক্ট দেখে অনেক ভালো লেগেছে। যে কেউ ওইখান থেকে ভালো মানের কেক বা খাবার কিনতে পারবেন নিঃসন্দেহে। যেহেতু আমার আব্বুর চকলেট ফ্লেভার এর কেক পছন্দ। আমি আর আমার ছোটবোন একটি চকলেট ফ্লেভার এর কেক পছন্দ করে নিলাম। এরপর জন্মদিন উপলক্ষে কেকের উপরে সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেকটি কিনে নিলাম।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
তারপর বিকেলের মধ্যে দুই বোন বাসায় ফিরে এলাম। সন্ধ্যার একটু পরপরই আব্বু অফিস থেকে বাসায় ফিরলো। এরপর আমরা কেকটি নিয়ে আব্বুকে সারপ্রাইজ দিলাম। আব্বু তো তার পছন্দের কেক দেখে মহা খুশি। তাকে খুশি দেখে আমরা সবাই ও অনেক খুশি হলাম। এরপর আমরা একসাথে কেকটি কাটলাম এবং একে অপরের সাথে ভাগাভাগি করে খেলাম।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
এরপর আম্মুর হাতের মজাদার রান্না গুলো সবাই রাতের খাবার হিসেবে খেলাম। পুরো দিনটি অনেক মজাদার খাওয়া-দাওয়া এবং অনেক বেশি আনন্দের সাথে অতিবাহিত হয়েছিল।
আমার আব্বু এবার ৫০ বছরে পা দিল। অনেক আনন্দ ছিল যে তার জন্মদিন ছিল গতকাল কিন্তু সেই সাথে একটু খারাপও লাগছিল যে তার জীবন থেকে আরো একটি বছর চলে গেল। আমার আব্বু অনেক ভালো মনের একজন মানুষ সবচেয়ে বড় কথা সে অনেক ভালো একজন বাবা। তাই তো সে আমার সুপার হিরো। সবার কাছে আশা করছি সবাই আমার আব্বুর জন্য প্রার্থনা করবেন সে যেন দীর্ঘজীবী হয়।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 13 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara














.png)

আসলে প্রতিটা মেয়ের কাছে তার বাবা সুপারহিরো। আপনার বাবা 50 বছরে পা দিলো দোয়া রইল তাকে যেন আল্লাহ যেন নেক হায়াত দান করুক এবং সকলে মিলে সুন্দরভাবে জীবন যাপন করুন দোয়া করি আপু।জ্বী ভাইয়া দোয়া করবেন আমার আব্বুর জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি শুভকামনা জানানোর জন্য এবং আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের জন্য।
আলহামদুলিল্লাহ আপু। আংকেল এর ৫০ এ পা দিলেন। আমার বাবার ও এই ১৬ ডিসেম্বারে ৫০ বছর হবে। আপনার বাবা আর আমার বাবা তো সেম বয়সের। যাই হোক সব মিলিয়ে ভালো দিন কেটেছে আপনার। কেক টাও জাস্ট ওয়াও।বাহ ভালই তো মিল দেখছি। তার উপর জন্মদিন টাও একই মাসে। আশা করছি আপনি আপনার বাবার জন্মদিন অনেক সুন্দর ভাবে উদযাপন করবেন। এবং উনার জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য এবং আপনার জন্য ও শুভকামনা রইল।
একেবারে সঠিক বলেছেন সুপারহিরো বাবা। বাবা সন্তানদের জন্য আসলেই সুপারহিরো। কিছুদিন আগে আমাদের ঈশা আপু তার বাবার জন্মদিন পালন করেছিলেন। এবং আজকে আপনি করলেন। এবং কেকটা দারুণ লাগছে দেখতে। খুবই সুন্দরভাবে উৎযাপন করেছেন। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। জি ভাইয়া আমি জানি সবার বাবাই সবার কাছে একেক জন সুপারহিরো। আমার মত করে কে আর আগলে রাখতে পারে বলেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার বাবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার বাবাকে আমার সালাম দিয়েন। সকল সন্তানদের কাছে তার বাবা একজন সুপার হিরো।
জি অবশ্যই আমার আব্বুকে আপনার সালাম জানাবো। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া। আপনার ও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইল।
শুরুতেই আপনার বাবাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। আসলে পৃথিবীর সকল বাবারাই সুপারহিরো। দুনিয়াতে যাদের বাবা মা আছে আমি মনে করি তাদের থেকে আর খুশি কেউ নই। আপনার বাবার জন্য দোয়া রইল। উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপু।
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য এবং তার প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা ও দীর্ঘায়ু কামনা করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য।
আপনার আব্বুর জন্য শুভোকামনা রইলো এবং দোয়া করবো আপনার যেনো সবসময় সুস্থ ও হাসি খুশি থাকতে পারে।
আংকেল কে আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেল শুভেচ্ছা জানাবেন।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। জি আপু আপনার দেওয়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি আব্বুকে। উনিও আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আপনার ও আপনার পরিবারের জন্য অসংখ্য শুভকামনা রইল।
আপু আপনার বাবার জন্য শুভকামনা রইলো। প্রতিটি মেয়ের কাছে তার বাবা হলো একজন সুপার হিরো। অনেক অনেক দোয়া রইলো বাকি দিন গুলো যেনো ভালো ভাবে কাটাতে পারে। আপনাদের বাবা মেয়ের মুহূর্ত গুলো দেখে অনেক অনেক বেশি ভালো লাগো। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করছি।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুধু মেয়েদের কাছে কেন ভাইয়া প্রতিটি সন্তানের কাছে তার বাবা একজন সুপার হিরো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের প্রতি এত শুভকামনা জানানোর জন্য। আপনার ও আপনার পরিবারের জন্য ও অনেক শুভকামনা রইলো ভাইয়া।
Share on Twitter.
https://twitter.com/gorllara/status/1470289954978680833
প্রথমেই আঙ্কেলকে জন্মদিনের শুভেচ্ছা জানাই আগামী দিনগুলো যেন ভাল কাটে এটাই কামনা করি। আর যাই হোক এতো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। জি ভাইয়া আপনার দেওয়া জন্মদিনের শুভেচ্ছা আমি আমার আব্বুকে জানিয়ে দিয়েছি। উনিও আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। আপনার ও আপনার পরিবারের জন্য রইল অসংখ্য শুভকামনা।
আপনি ঠিকই বলেছেন আপনার আব্বু আপনার জন্য সুপারহিরো। প্রতিটি সন্তানের কাছে তার বাবা সুপারহিরো হয়। তবে আপনার আব্বুর জন্মদিনে আপনি অনেক আনন্দ অনুভব করছেন এবং কি আপনার আব্বুর পছন্দ অনুযায়ী কেক কিনে তাকে সারপ্রাইজ দিয়েছেন। মোটকথা আপনার সারাদিন আনন্দঘন একটি মুহূর্ত কেটেছে। কিন্তু তার সাথে আপনি মনে করিয়ে দিলেন আমার বাবার কথা। বাবাকে হারিয়ে পেলেছি প্রায় 16 টি বছর হয়ে গেছে। বাবা নামের বটগাছের মাথার উপরে নেই। এরই মাঝে হাজারো ঝড়-তুফান মাথার উপর দিয়ে বয়ে গেছে। কি হয়েছে বাবা বলার মতো কোনো মানুষ ছিল না পাশে। আপনার পোস্টটি দেখে যেমন আনন্দ অনুভব করছি। তেমন চোখে অশ্রু টলমল করছে। কারণ আমার বাবার পিছনে আমি আমার উপার্জনের একটি টাকাও খরচ করার মত সময় পায়নি। সত্যি আমার কাছে দিনটি খুব বেদনাদায়ক। আমি এখানে অনেক আনন্দ করি ঠিক আছে। কিন্তু আজকের মত কষ্ট অনুভব আমার আর কখন হয়েছে কিনা আমি জানিনা। যাইহোক আপনার সুপারহিরো বেঁচে থাকুক সারা জীবন। এবং কি আপনার আব্বুর নেক দীর্ঘআয়ু কামনা করছি। সেইসাথে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেন আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।
সত্যি বলতে আপনার কমেন্টটি পড়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছে মনের মধ্যে। সত্যি ভাবাই যায়না যে বাবা-মার ছাড়া দিনগুলো কিভাবে কাটায় মানুষ। যাদের বাবা মা থাকে না তারা কতটাইনা অন্ধকারে থাকে ভাবতেই ভয় লাগে। আমি তো চাই আল্লাহ না করুক আমার জীবনে এই দিনগুলো না আসুক। জানিনা এ কষ্টগুলো নিতে পারবো কিনা। আপনার বাবার প্রতি আপনার এমন অনুভুতি দেখে সত্যিই আমার চোখে পানি টলমল করছে। আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসি করুক। আমার আব্বুর জন্য এত শুভকামনা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য ও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইল। আর এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করবেন না কারণ মনে রাখবেন সৃষ্টিকর্তা যা করেন সকলের ভালোর জন্য করেন।