GAME REVIEW || Free fire MOBILE GAME REVIEW THE MOST POPULAR GAME

in #steembangladesh4 years ago

হ্যালো বন্ধুরা,
আশাকরি সকলে ভালো আছেন।

আজকে আমি free fire মোবাইল গেম নিয়ে একটি রিভিউ করতে চলেছি। বর্তমান বিশ্বের গেমস গুলোর মধ্যে সেরা একটি গেম free fire মোবাইল গেম। এটি একটি জনপ্রিয় গেম। চলুন free fire মোবাইল গেম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
IMG_20210410_135608.jpg

Free fire Login fast time
Free fire মোবাইল গেম এর সংক্ষিপ্ত পরিচয় ।

গেমটি 20 নভেম্বর 2017 সালে বিটাতে প্রকাশিত হয়েছিল এবং 4 ডিসেম্বর 2017 এ পুরোপুরি অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য প্রকাশিত হয়েছিল আগস্ট 2019 পর্যন্ত ফ্রি ফায়ার 450 মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে । নভেম্বর 2019 পর্যন্ত গেমটি বিশ্বব্যাপী 1 বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

গেমটির ভিতরে যা রয়েছে।

গেমটির ভিতরে ৬ কিলোমিটারের একটি ম্যাপ রয়েছে। যেখানে যুদ্ধ সংঘটিত হয়। প্রতিটি খেলায় 50 জন খেলোয়াড় নিয়ে খেলা শুরু হয়। এই 50 জন প্লেয়ার কে ম্যাপে নিয়ে যাওয়ার জন্য একটি বিমান থাকে। এই গেমটির অনেক কয়েকটি মোড আছে। তবে Ranked. Class squad ranked. Custom এগুলো প্রচলিত বেশি।

Screenshot_2021-04-10-14-05-32-28_998d3425f9e75a0428f0fabdce419960.jpg free fire Game Map

গেমটি খেলার নিয়ম।

গেমটি খেলা খুব একটা সহজ না। তবে রেগুলোর খেলার মাধ্যমে আপনি গেমটি নিজের আয়ত্বে নিয়ে আসতে পারবেন। গেমটিতে ঢুকলে প্রথমে আপনাকে ফ্রি একটি চরিত্র দেওয়া হবে। তবে সেই চরিত্রের বিশেষ ধরনের কোনো পোশাক থাকবে না। তবে পরবর্তীতে আপনি গেমটি খেলে কিছু কয়েন সম্পন্ন করে পোষাক নিতে পারবেন। তা না হলে আপনি ক্রয় করে নিতে পারেন। গেমটি অনেক কয়েকটি মোডে খেলা যায়। তবে আমি একক মোডে খেলার নিয়ম তুলে ধরতেছি। যদিওবা সব মোডে খেলার ধরনটা প্রায় একই। আপনি কিন্তু স্টার্ট বাটন ক্লিক করলে একটি প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাবে। সেখানে সর্বমোট ৫০ জন খেলোয়াড় কে একটি প্লেনে করে ম্যাপে নিয়ে যাওয়া হবে। প্রায় ৬ কিলোমিটার বিশিষ্ট ম্যাপটির উপর দিয়ে বিমান তৈরি করার সময় আপনাকে আপনি লাফ দিয়ে নামতে হয়। এ সময় আপনার কাঁধে থাকা প্যারাসুট ব্যাগটি আপনাকে নিচে নামতে সাহায্য করবে। আপনি মাটিতে অবতরণ করার লুট করতে হবে। কারণ আপনার হাতে তখন কোন প্রকার অস্ত্র থাকবে না। যুদ্ধক্ষেত্র থেকে আপনাকে বন্দুক সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস খুঁজে নিতে হবে। তারপর ওই ম্যাপের ৫০ জন খেলোয়াড় কে খুঁজে মারতে হবে। সর্বশেষ সে জীবিত থাকে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তার পুরস্কার হিসেবে বুয়া দেয়া হয়।

Screenshot_2021-04-10-15-00-41-05_998d3425f9e75a0428f0fabdce419960.jpgপ্যারাশুট নিয়ে নামার সময়

যুদ্ধক্ষেত্রে যেসব জিনিসের প্রয়োজন হয় তার সংক্ষিপ্ত পরিচয়।
বন্দুক :
এই গেমের অন্যতম একটি জিনিস হচ্ছে বন্দুক। কারন শত্রুকে প্রতিহত করার জন্য আপনার হাতিয়ার দরকার। আর এই গেমে বন্দুক প্রধান হাতিয়ার।

Free fire খেলায় যেসব বন্দুক রয়েছে তার তালিকা।

বন্দুকের ধরন বন্দুকের নাম

স্নাইপার AWM, M2B8, Kar98
শটগান M14K, , S1897
এসএম MP5, Vector, Thomson.

maxresdefault-e26d.jpg
Free fire gun

ভেস্ট :
ভেস্ট এর কাজ হল ড্যামেজ কমানো। শত্রুর গুলি আপনাকে লাগলে ভেস্ট ড্যামেজ কমাতে সাহায্য করে।

ব্যাগ :
যুদ্ধক্ষেত্রে ব্যাগের প্রয়োজন রয়েছে। কারণ ব্যাগ না হলে আপনি কোন জিনিস আপনার সাথে বহন করতে পারবেন না। ব্যাগের মধ্যে গুলি, গ্রেনেড, ব্যান্ডেজ ইত্যাদি জিনিস রাখা হয়।

হেলমেট :
হেলমেট এর কাজ আমরা সকলেই জানি। এটি আমাদের মস্তিষ্ককে রক্ষা করে। অর্থাৎ শত্রুপক্ষের কোন গুলি মাথায় লাগতে বাঁধা দেয়। শত্রুর গুলি আপনার মাথায় লাগলে আপনি নক হয়ে যেতে পারেন।

মেডিকিট :
শত্রুর গুলির আঘাতে আপনার লাইফ কমে যায়। তাই লাইফ বাড়ানোর জন্য এটি কাজে লাগে। মেডিকিট আপনার লাইফ ১০০% করে। একটি মেডিকিট প্রয়োগ করতে ৯ সেকেন্ড সময় লাগে।

ফার্স্ট এইড কিট :
ফার্স্ট এইড কিট মেডিকেটেড মতই কাজ করে। তবে এটি আপনার লাইভ ৭৫% পর্যন্ত পূরণ করতে সক্ষম।

ব্যান্ডেজ :
ব্যান্ডেজ লাইফ শুরু করার কাজ‌ করে। কিন্তু ব্যান্ডেজ মাত্র ১০% লাইফ পূরণ করতে সক্ষম।

Slow.png

Free fire গেমের প্লেয়ার ক্যাটাগরি

Free fire গেমে তিন ধরনের খেলোয়াড় থাকে। যথা :

১. বট
২. নুব
৩. প্রো

বট : বট হচ্ছে সবচেয়ে দুর্বল খেলোয়াড়। যে সবে মাত্র খেলা শুরু করেছে। লেবেল বাড়ার সাথে সাথে একজন প্লেয়ার নুব ও প্রো খেলোয়াড় হয়ে উঠে।

নুব : নুব বটের থেকে ভালো মানের খেলোয়াড়। অর্থাৎ বটের পর নুবের স্থান।

প্রো : সবচেয়ে ভালো মানের খেলোয়াড় হচ্ছে প্রো। নুবের পর এর স্থান। প্রো প্লেয়ার অনেক ভালো খেলতে পারেন।

Free fire খেলা সহজতর করার জন্য এই তিন ধরনের ক্যাটাগরি তৈরি করা হয়েছে।

কিভাবে মোবাইলে ইন্সটল করবেন।

আপনি মোবাইলের প্লে স্টোর থেকে অতি সহজেই গেমটি ইন্সটল করতে পারবেন। প্লে স্টোরে গিয়ে free fire গেম লিখে সার্চ দিলেই চলে আসবে। তারপর ইন্সটল করে খেলতে পারবেন।

এই ছিল আমার free fire গেমের রিভিউ।

ধন্যবাদ সবাইকে
Azizul 51

Cc:
@steem Blog
@steembangladesh
@steem

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.039
BTC 95213.51
ETH 3406.88
USDT 1.00
SBD 3.49