nখুব সহযে বিটকয়েন থেকে বিকাশে টাকা নিন (New)

in #steem6 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আসা করি ভালো ই আছেন।

আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েনবেস থেকে বিকাশে অথবা বিকাশ থেকে কয়েনবেস এ ডলার নিবেন।

আমরা অনেকে আছি বিভিন্য ওয়েবসাইটে bitcoin/litecoin/bitcoin cash আয় করে থাকি। কিন্তু আমাদের এ ডলার হাতে পাই না। যেটা কয়েনবেস এ জমা থাকে।

অনেকে আবার ফেসবুকে ডলার বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়॥

আজকের পোস্ট তাদের জন্য যাদের বিভিন্ন সময় অনলাইনে ডলার কেনা-বেচা করতে হয়॥

এটি একটি বাংলাদেশি ডলার এক্সচেন্জ ওয়েবসাইট। এবং খুবই বিশ্বস্ত ওয়েবসাইট।যার নাম Easypaidbd.com. এর মাধ্যমে আপনি বিটকয়েন থেকে সরাসরি বিকাশ এ টাকা তুলতে পারবেন। এবং আরো অনেক ডলার এক্সচেন্জ করতে পারবেন।

বাংলাদেশে আরো কয়েকটি এমন সাইট আছে। তার মধ্য এটি কে বেছে নেওয়ার কারন হল এই সাইট এ আন্যন্য সাইটের তুলনায় রেট বেশি দেয় এবং এদের রিজার্ভ ভালো।

এছারা এদের সাপোর্ট ও অন্যন্য সাইটের তুলনায় ভালো। রয়েছে লাইভ চ্যাট সুবিথা।

তো চলুন শুরু করা যাক:

প্রথমে Easypaidbd.com ক্লিক করুন।

এবার সাইন আপ এ ক্লিক করে একটি একাউন্ট করে নিন। আশাকরি একাউন্ট করার প্রক্রিয়া সবাই যানেন।

একাউন্ট করা হয়ে গেলে সাইন ইন এ ক্লিক করুন। এবং আপনার তথ্য দিয়ে সাইন ইন করুন।

[img id=485570]

আপনার প্রফাইল দেখতে পাবেন।

এবার ডান দিকে ৩ডট মেনু তে ক্লিক করুন।

[img id=485571]

এবার buy sell এ ক্লিক করুন।

[img id=485572]

এখন আপনি কোনটি থেকে কোনটি নিতে চান তা সিলেক্ট করুন। send এ আমি btc সিলেক্ট করলাম। কারন আমি btc সেল করবো/তাদের দিবো।

[img id=485574]

এবার কত ডলার সেল করবো তার পরিমান। আমি ১০ডলার দিলাম। (এখানে মিনিমাম ১০ডলার বিক্রি করতে পারবেন)

এবার টাকাটা কিসে নিবেন তা সিলেক্ট করুন। রকেট অথবা বিকাশে নিতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম।

এখানে প্রতি ডলার বিটকয়েন ৮৩টাকা করে দেয়॥ যা অন্য কোনো সাইট দেয় না।

এবার Exchange এ ক্লিক করুন।

এবার আপনার একটিভ একটি মেইল দিন। যাতে কোন সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপর আপনার বিকাশ পার্সোনাল নম্বর দিন যাতে আপনি টাকা নিবেন।

[img id=485573]

এবার process exchange এ ক্লিক করুন।

এবার আপনার সামনে একটা রিভিউ দেখাবে। আপনার নম্বর এবং সবকিছু ভালোভাবে চেক করে নিন। ভুল হলে cancel order এ ক্লিক করে আবার তৈরি করুন।

সঠিক হলে কনফার্ম করুন।

[img id=485575]

এবার your coinbase mail এ একটি মেইল পাবেন। ঐটা কপি করুন। মোবাইল সাইট এ একটু সমস্যা তাই ডেক্সটপ সাইট করে নিবেন।

[img id=485576]

এবার নতুন ট্যাব এ আপনার কয়েনবেস এ গিয়ে আপনার কপি করা মেইল এ বিটকয়েন সেন্ড করুন। সেন্ড করা হলে আবার এই সাইট এ ফিরে আসুন। এবং আপনার কয়েনবেস ইউজার নেম দিয়ে confirm transaction এ ক্লিক করুন। (কয়েনবেস ইউজার নেম জানতে আপনার কয়েনবেস একাউন্ট এ গিয়ে সেটিংস এ ক্লিক করুন। এবং পার্সোনাল ডিটেলস এ আপনার লগইন নেম বা ইউজার নেম পাবেন)

[img id=485577]

এবার আপনার কাজ শেষ। আপনার আর্ডার দেখতে paymeny froof এ ক্লিক করুন। দেখবেন আপনার অর্ডার প্রক্রিয়াধিন রয়েছে।

অর্ডার করার ৫-৩০ মিনিট এর মধ্য আপনার টাকা বিকাশে পেয়ে যাবেন।

এটি বাংলাদেশের অন্যতম এক্সচেন্জ সাইট। এটি স্কাম করার কোন সম্ভাবনা ই নেই॥ তাই আপনারা বিশ্বাসের সাথে এখানে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন।

অনেকে আছেন এটি জানেন। আবার অনেকে আছে জানেনা। আমার এ পোস্ট শুধু যারা যানেনা তাদের জন্য॥

আসাকরি কেউ খারাপ কমেন্ট করবেন না।

আর ট্রিকবিডিতে এটি আমার প্রথম পোস্ট। সবার সুন্দর কমেন্ট আসা করে আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ

Sort:  

Congratulations @mahadi1122! You received a personal award!

Happy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63901.15
ETH 3133.40
USDT 1.00
SBD 4.05