কবিতা নং-৫৫ “যদি চাও”
“যদি চাও”
- হামিদুল হক তরুন
যদি চাও তো তোমার জন্য একটা কিছু করতে পারি
যদি চাও তো তোমার জন্য নতুন ভুবন গড়তে পারি
যদি চাও তো তোমার জন্য শক্ত হাতে লড়তে পারি
যদি চাও তো তোমার জন্য জীবন বাজি ধরতে পারি।
যদি চাও তো আকাশের চাঁদ টাকে এন দেবো
যদি চাও তো সকল ফুলের মালা গেঁথে দেবো
যদি চাও তো রংধনুর রং চোখে লাগিয়ে দেবো
যদি চাও তো প্রকৃতির দৃশ্য তোমার গায়ে এঁকে দেবো।
যদি চাও তো সারাবেলা তোমার নামে গান গাইবো
যদি চাও তো যুগ যুগ ধরে তোমার পথ চেয়ে থাকবো
যদি চাও তো বুকটা চিরে তোমার নাম লিখে রাখবো
যদি চাও তো উচ্চ স্বরে সীমান্ত হতে তোমার নাম ধরে ডাকবো।
যদি চাও তো ঘর ছেড়ে বৈরাগী জীবন বেছে নেবো
যদি চাও তো তোমার জন্য পাহাড় কাটার ভার নেবো
যদি চাও তো তোমার নামে কবিতা লেখার দায়িত্ব নেবো
যদি চাও তো হাসি মুখে মরণ টাকে মেনে নেবো।