কবিতা নং-৫০ “অল্প কিছু কারণে”

in #steem7 years ago

2013-10-16-PIC_5629.jpg

“অল্প কিছু কারণে”

  • হামিদুল হক তরুন
    2013-04-15-PIC_2422.jpg

অল্প কিছু কারনে মোর দেশটা এমন
চারিদিকে শুধু শুন্যতা, হাহাকার
মুক্তিযোদ্ধারা কাঁদে, হাসে রাজাকার।

অল্প কিছু কারণে মানুষ গুলো এমন
যাদের পৃথিবী দিয়েছে ছলনা, বেদনা
যারা আর দুঃখকে ভয়ে দুরে ঠেলেনা।
2010-12-27-DSC_0000021.jpg

অল্প কিছু কারণে পরিবেশ আজ এমন
আষাঢ়ে নামেনা ঢল, ফাগুনে ফোটেনা ফুল
নীরব হায় দোয়েল কোকিল পাপিয়া বুলবুল।

অল্প কিছু কারণে ভালোবাসা হয়েছে এমন
মনের টানে প্রেমের ছোয়ায় হয়না কেউ অন্ধ
যৌবনের মোহে সবাই শুধু পেতে চায় আনন্দ।

অল্প কিছু কারণে আমার জীবন হয়েছে এমন
হারিয়েছি পথ ভুলেছি শখ, সঙ্গি শুধু কাঁদন
মুক্ত পৃথিবীর চারিদিকে আঁধার চরণে শত বাঁধন।
2014-05-18-DSC_0000296.jpg

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 103839.79
ETH 3528.60
USDT 1.00
SBD 0.56