ব্যাডমিন্টন খেলা
বর্তমানে ব্যাডমিন্টন খেলার সময় এসে গেছে। শীতকালে ব্যাডমিন্টন খেলা হয়ে থাকে। ব্যাডমিন্টন খেলতে প্রচুর পরিশ্রম করতে হয় এর কারনে শরীর অতি তাড়াতাড়ি ঘেমে যায়। শরীর যত বেশি ঘামে শরীর তত বেশি গরম হয়। শীতে প্রচুর ঠান্ডা পড়ায় মানুষ বেশিরভাগ সময় রাতের বেলা ব্যাডমিন্টন খেলে থাকেন। আমি ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতাম। এখন আর তেমন ব্যাডমিন্টন খেলা হয় না। আগে এক একটি ব্যাডমিন্টন এর দাম ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ছিল। ব্যাডমিন্টন খেলা অনেক ব্যয়বহুল। ব্যাডমিন্টন খেলতে যে কর্ক ব্যবহার করা হয় ওই কর্কের দাম অনেক। একটি কর্ক দিয়ে তিন থেকে চারটির বেশি ম্যাচ খেলা যায় না। এখন একেকটি ভালো ব্যাডমিন্টন এর দাম প্রায় ২৭০০ থেকে ৩০০০ হাজার টাকা। সবাই ব্যাডমিন্টন খেলতে পারেনা। ব্যাডমিন্টন খেলতে পারদর্শী হতে হয়। ব্যাডমিন্টন মাটিতে আঘাত লাগলে তাড়াতাড়ি ভেঙ্গে যায়। তাই ব্যাডমিন্টন খেলতে দক্ষ হওয়া প্রয়োজন। ব্যাডমিন্টন যেহেতু অনেক ব্যয়বহুল তাই যে কেউ ব্যাডমিন্টন খেলতে আগ্রহী হয় না। রাতের বেলা লাইট লাগিয়ে ব্যাডমিন্টন খেলতে হয়। বাতাস যে জায়গায় যায় না সে জায়গায় ব্যাডমিন্টন খেলতে হয়।