পুরোনো কিছু ফোটোগ্রাফি" - পর্ব ০৪ [শেষ] ( नंबर १ ) Today News Some Old Photography" - Episode 04 [end
"পুরোনো কিছু ফোটোগ্রাফি" - পর্ব ০৪ [শেষ]
পুরোনো কিছু ফোটোগ্রাফি দেখে এমন মনে হয় যে, আমরা যে একটা স্মৃতি পুনরাবৃত্তি করেছি। সেই অদৃশ্য কালের বইয়ে চলে যাওয়া সবকিছু মনে পড়ে ওঠে ফোটোগ্রাফি দেখে। সেই কালের মানুষ, জীবন, স্থান ও বস্তুগুলি মনে পড়ে এবং একটি নতুন পরিবেশে আস্তে আস্তে ধর্মপ্রাণ করে।
আমার কাছে পুরোনো ফোটোগ্রাফি দেখতে হলে না কেবল তাদের ভৌত বর্ণনা দেখা লাগে, বরং তাদের মাধ্যমে কোন একটি কালের বিষয়টি আমার মনে উঠে যেতে শুধু বর্ণনায় না পেলে। তাদের মাধ্যমে আমরা একটি সময়ের উপর একটি টাইমক্যাপ পাতি খুলে ফেলি এবং আমাদের নিজেদের কাছে সেই সময়ের কোন অংশ পুনরাবৃত্তি করে ফেলি।