Organic reach at Facebook (ফেসবুকে অর্গানিক রিচ!!)

in #socialmedia3 years ago

FB_IMG_1628495695566.jpg

ফেসবুক যখন তৈরী করা হয়েছিলো তখন সেটা মূলত পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যম হিসেবে তৈরী করা হয়েছিলো কিন্ত বর্তমানে ফেসবুক যেমন যোগাযোগা রক্ষায় দারুন,তেমনি ব্যবসা সম্প্রসারণেও।
ধরুন, আপনি বিজনেস করেন এবং আপনার একটি ফেসবুক পেজ আছে সেখানে থেকে আপনি আপনার পন্য বিক্রি করেন।
তাই আপনাকে নিয়মিত আপনার পেজের ফ্যানদের এনগেজ করার দরকার পড়ে। আপনি আরও চান যে শুধুমাত্র ফ্যান, ফলোয়ার নয় কিন্তু ফেসবুকে আছে তারা সবাই আপনার ব্যবসা বা আপনার পন্য সম্পর্কে জানুক। তো সেটা আপনি কীভাবে জানাবেন?

সবাইকে জানানোর কয়েকটি উপায় রয়েছে এরমধ্যে একটি হলো বিজ্ঞাপন দেওয়া, পেইড রীচ এবং অর্গানিক রীচ।
কিন্তু বিজ্ঞাপন! ওরে বাবা, সেটা তো অনেক টাকা-পয়সার ব্যাপার।
পেইড রিচ হচ্ছে টাকা খরচ করে বা বুষ্টিং করে আপনার কনটেন্ট গুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

অপরদিকে অর্গানিক রিচ সম্পূর্ণ বিপরীত। অর্গানিক রিচকে আমরা বলতে পারি প্রাকৃতিক উপায়ে রিচ। অর্থাৎ কোন ধরনের টাকা খরচ করা ছাড়াই আপনার কনটেন্ট সবাই দেখতে পারছে কিংবা সবার কাছে আপনার কনটেন্টগুলো পৌঁছে যাচ্ছে।

তবে এই অর্গানিক রিচ কিছু বিষয়ের ওপর নির্ভর করে। আপনার পোস্টটি কতটা সুন্দর অথবা প্রয়োজনীয় সেই অনুপাতে মানুষ আপনার পোস্টটি দেখে এবং লাইক কমেন্ট করে সবার মাঝে ছড়িয়ে দেয়। এতে করে অন্যরাও উৎসাহিত হয় এবং আগ্রহের সাথে আপনার পোস্টটি দেখে এবং তারাও একই ভাবে শেয়ার করে। এভাবে অর্গানিক রিচ বাড়তে থাকে।

এখন হয়তো আপনারা চিন্তা করছেন যে কি কি উপায় অবলম্বন করে অর্গানিক রিচ বৃদ্ধি করা যায়, তাই না?
তাই আজ আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি যেগুলো ব্যবহার করে আপনি ফেসবুকের অর্গানিক রিচ বৃদ্ধি করতে পারবেন।

১) ভিডিও আপলোডিং : আপনার প্রোডাক্ট এর ভিডিও আপলোড করে সহজে অর্গানিক রিচ করতে পারেন। কারণ দৃশ্যমান সবকিছুই অডিয়েন্স বেশি দেখে। তবে এক্ষেত্রে আপনার ভিডিওর কনটেন্ট এর একটি ধারাবাহিকতা থাকতে হবে যে, কেন মানুষ এটি দেখবে।

২) ইনফোগ্রাফিক পোস্ট : আপনার পোস্টটি কোন সম্পর্কে লিখছেন এই বিষয়ে একটি সুন্দর ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করতে পারেন। এটি অবশ্যই চমকপ্রদ হতে হবে। এতে করে আপনার পেজেটি ধীরে ধীরে সবার দৃষ্টিগোচর হবে।

৩) কন্টেন্ট ম্যানেজমেন্ট : কন্টেন্ট ম্যানেজমেন্ট আপনার অর্গানিক রিচ বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট যেকোনো কিছুই হতে পারে। ছবি অথবা কোন লিখা যা মানুষকে আপনার পোষ্টের প্রতি আগ্রহ জাগাবে। আর চেষ্টা করবেন আপনার কনটেন্টকে ইউনিকভাবে উপস্থাপন করাতে তাহলে সহজেই রিচ করতে পারবেন।

৪) অফারিং করা : আপনার পেজ এনগেজমেন্ট বাড়ানোর একটি কার্যকরী সিস্টেম হলো ফ্যান-ফলোয়ারদের অফার দেওয়া। এই অফার গুলো আপনার প্রোডাক্ট এর উপর হতে পারে আবার অন্য কোন কুইজ এর উপর ও হতে পারে। এতে করে আপনার পেজের লাইক কমেন্ট ও শেয়ার বাড়তে থাকবে।

৫) ভিন্নধর্মী পোস্ট : আপনি ভিন্নধর্মী কিছু পোস্ট করতে পারেন। শুধু সেল পোস্ট না দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে লিখতে পারেন অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কিত ভিন্ন কিছু খবরা-খবর দিতে পারেন। এই বিষয়গুলো লক্ষ্য রেখে কাজ করলে আপনার যেকোন পেজ অর্গানিক রিচ করতে পারবে।

মোদ্দা কথা আপনি যদি আপনার ব্যবসায় সফলতা আনতে চান তাহলে আপনার গ্রাহকদের সাথে আপনার যোগাযোগ ভালো থাকতে হবে। আর এই যোগাযোগ বা এনগেজমেন্ট বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো উপযুক্ত এবং সময়োপযোগী কনটেন্ট তৈরী করা। তবে সব কথার শেষ কথা হলো আপনাকে অবশ্যই সতর্ক ও একটু কৌশলী হতে হবে যাতে করে হিতে বিপরীত না হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 64284.72
ETH 2650.82
USDT 1.00
SBD 2.79