পেন্তীর আবাস শেওড়া গাছ

in #sheora6 years ago

শেওড়া অতি পরিচিত একটা গাছ ।বিশ্বাসীদের ধারনা এই গাছে ভূত থাকে ।ঝোপরা আকারের বৃক্ষ জাতীয় গাছ । ইংরেজি নাম:sand paper tree , বৈজ্ঞানিক নাম:streblus asper .শ্যাওড়া-গাছ-953x509.jpg
গাছ ৩০-৪০ ফুট উঁচু হয় ।পাতা ঘন সবুজ আর খসখসে।ঘাছে প্রচুর পাতা হয় ,যার ফলে গাছের নিচে অন্ধকার ভাব থাকে ,এথেকে ভুত থাকার ধারনা আসতে পারে ।13423995_10209707970362895_5649324168561653228_n-32k3phoxygfmwipy53ihhc.jpg
যেকোন যায়গায় জন্মে থাকে ,এই গাছ দিয়ে বনসাই করা যায়(যদিও মানসিক ভাবে সাপোর্ট দিতে পারি না)।CTG-2-5-300x187.jpg
পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যাবহার হয় ।কাঠ জ্বালানী হিসেবে ব্যাবহার করা হয় ।বাকল পুরু ও কাটলে সাদা কস বের হয় ।ফুল হলুদাভাব সাদা ।ফল পাকলে হলুদ হয় ।Trophis aspera sheora gachh ful-3.JPG
ফল হয় ফল মাছের চোখের মত ।পাকলে হলুদ হয় ।পাখির প্রিয় খাদ্য ।সাম্প্রতিক সময়ে শোভা বর্ধক গাছ হিসেবে ব্যবহার হয় । agriculture-university-11.jpg
বিঃদ্রঃ ছবি নেট থেকে সংগ্রহ করা ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76781.75
ETH 3131.82
USDT 1.00
SBD 2.65