real

in #sh6 years ago

★মৃত ব্যক্তির কষ্ট★

**********************

রাসুল (সাঃ) বলেছেন,,,

মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন

তাকে তার গৃহ হতে বের করা হয় এবং

তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে

থাকে।

এর চেয়ে বেশি কষ্ট হয় তখন

যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি

দেয়া হয়, এবং তাকে একা ফেলে

সবাই চলে আসে।

আরো কষ্ট হয়

যখন শরীর হতে কাপড়, অলংকার,

আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ

উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ

চিৎকার জীন ও মানুষ ছাড়া

অন্য সবাই শুনতে পায়।

সে তখন চিৎকার করে বলতে থাকে -

তোমাদেরকে আল্লাহর কসম আমার

শরীরের কাপড়, চোপর, অলংকার, ধীরে

ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি

মালাকুল মউতের কঠিন আযাব হতে

নিস্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়-

তখন সে বলেতে থাকে-হে গোসল

দাতাগণ, আমার দেহে জোরে মর্দন

করোনা, কেননা মালাকুল মউতের কঠিন

আযাবে আমার দেহ, খক্ষ -বিক্ষত হয়ে

গেছে।

যখন মৃতকে কাফন পরানো হয়-

তখন মৃত দেহ বলেতে থাকে -হে কাফন

দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি

কাফন পরাইও না, আমার স্ত্রী, সন্তান,

কন্যা, আত্মীয় -স্বজন, বন্ধু-বান্ধবদেরকে,

শেষ বারের মত দেখতে দাও, তাদের

সাথে ইহাই আমার শেষ দেখা,

কেয়ামতের আগে আর তাদের সাথে

আমার দেখা হবে না।

যখন মৃত ব্যক্তিকে -

যখন তার বাড়ি থেকে কবরস্থানে

নিয়ে যাওয়া হয়। তখন সে বলতে থাকে

-হে আমার আত্মীয় -স্বজন,

তোমাদেরকে আল্লাহর কসম, এত

তাড়াতাড়ি আমাকে কবরস্থানে

নিয়ে যেওনা, আমার বাড়ি, ঘড়, স্ত্রী,

কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার

জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার

স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে

এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে

কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার

করোনা। আমি এখন সবকিছু ছেড়ে চলে

যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না।

তোমরা তাড়াতাড়ি করোনা,

আমাকে সবার কাছ থেকে বিদায়

লওয়ার সুযোগ দাও।

যখন মৃত ব্যক্তিকে-

গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়,

তখন সে বলেতে থাকে। হে আমার

বংশধরগণ, হে আমার আত্মীয় -স্বজন, হে

আমার প্রতিবেশী। তোমরা যেন আমার

মত, দুনিয়ার মায়ায় পড়ে আরাম

আয়েশে আখেরাতের কথা ভুলে

যেওনা।

তোমরা লক্ষ করে দেখ

আমি আল্লাহর নাফরমানি করে,

হালাল হারামের প্রতি লক্ষ না করে,

যে ধন দৌলত কামায় করে ছিলাম তার

কিছুই আমার সাথে যাচ্ছে না, সব

ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে। আমার

সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি।

যাদের জন্য আমি পাপ করেছিলাম

তারা বিন্দু মাত্র পাপের ভাগ নিচ্ছে

না।

যখন জানাজার নামাজ শেষে

কিছু লোক চলে যেতে থাকে। তখন মৃত

ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ

তোমাদের সাথে আমার কত

ভালবাসা ছিল। এখন কেমন করে

আমাকে ছেড়ে চলে যাচ্ছো। দাফনের

কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া

করে যাও।

হে বন্ধুগণ -

সত্যিই তোমাদের কাছে আজ আমি

অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময়

ছিলো তোমরা আমাকে না দেখে এক

দিনও থাকতে পারতেনা। টাকা,পয়সা,

ধন সম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে

যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের

কাছে চাইবো না, শুধু একটু দোয়া করে

যাও।

টাকা,পয়সা, সবকিছু আমি রেখে

গেছি, ভোগ বিলাসে মক্ত হয়োনা।

আমার জন্য কিছু দান-খয়রাত করিও,

দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর

বখশিশ দিও,

মনে রেখ, আমার মত তোমাদেরকেও

একদিন চলে যেতে হবে।

Sort:  

mrittur kotha mone pore gelo govir vabe. donnobad

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62516.71
ETH 2436.18
USDT 1.00
SBD 2.65