কবিতা "স্বপ্নের মাঝে মৃত্যু"

in #sfgsdfglast year

কুসুম সুন্দরী জলে ঢেকে মধুর পাথর সে দিনটা পথে দেখি যার এক স্মৃতির বিলাপ।
চোখে দেখে বলেছে শ্যামল চিল কে, স্বপ্নে মৃত্যুকে যদি আসে একদিন,
আমাকে জানাবে তাকে, কখনো না ভুলবে বলে।

আমার হাঁটু ছিল সদা চাঁদের মত আলোকিত, মনে হলো মেঘের মত বৃষ্টি মণ্ডিত,
পথে মৃত্যু গতি ধরে, দুর্গম রাস্তায় ছুটছে হাতে হাতি বড়ী সঙ্গে,
পথভ্রষ্টে দেখলাম মাটির গল্প, শুধু মাটির গল্প তারই মনে আছে মারা।

সমুদ্রের মুখ বাতাসে ভাসা, মৃত্যুকে সারা বাংলাদেশ দেখা, স্মৃতি গুলো সুন্দর,
সূর্যের কিরণ ভাসা, অবাক নগরী কিছু বলে পারে না, মুখটা আকাশে তাকালে।

স্বপ্নের মাঝে মৃত্যু এলে আমি সোজা পথে চলতে পারতাম না,
মৃত্যু এলে আমি আমার নিত্য সমৃদ্ধ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58391.36
ETH 2348.06
USDT 1.00
SBD 2.36