## আংড়া বা কয়লা খড়ি ওয়ালার জীবনী ###

in #rrrr3 years ago (edited)

গত কাল আমার কলেজে মাস্টার্স এর টেস্ট পরিক্ষা ছিল। আমি সকাল সকাল বাড়ি হতে রওনা দিলাম কেননা আমার বাসা হতে কলেজে যেতে প্রায় দেড় ঘন্টার মত সময় লেগে যায়। বাসা হতে বের হতেই একটা অটো গাড়ি হতে রওনা দিলাম। কিছু দূর যেতেই এক জন আংড়া ক্রেতা কে দেখতে পারলাম যে একটা সাইকেল নিয়ে সামনে একটা টিন যাতে করে আংড়া মেপে নেয়। দেখতেই অটো চালক বলে উঠলো যে কে কিভাবে জীবিকা নিবাহ করছে যা বলাই মুসকিল । সারা দিন গ্রামে গ্রামে গিয়ে কোথায় কোথায় একটু কয়লা খড়ি বা আংড়া পাওয়া যায় তার খোঁজ করে সারা দিন আংড়া ক্রয় করে কত টাকায় না জানি আয় হয়। এই সব কিছু আমরা সবাই আলোচনা করছিলাম। যাই হোক আল্লাহ তায়ালা সবার জন্য হালাল রুজির ব্যবস্থা করেছেন। হয়তো এই পেশার মাধ্যমেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজেকের ব্যাস্থা করেছেন। সবশেষে এটাই বলবো আল্লাহ সবার জন্য একটা হালাল ভাবে রুজির ব্যবস্থা করে দিন। আমিন

মোঃ তানভীর ইসলাম

images.jpg

Sort:  

আসলে ভাইয়া ঘটনাটি একদম সত্য। আল্লাহ তায়ালা একাক জনের জন্য একাক রকমের রুজির ব্যবস্থা করে রেখেছেন। খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68641.27
ETH 2457.35
USDT 1.00
SBD 2.33