কেন মরে যাওয়া গোলাপের বিচার হলো না ?

in #rose2 years ago (edited)

Rose.jpg

Congratulation! visit our website : https://www.globaldigimart.com/

কেন মরে যাওয়া গোলাপের বিচার হলো না ?
মানুষ খুন হলে মানুষ তার বিচার করে
হত্যাকারীর কোনো অজুহাত নেই
কিন্তু মৃতরা কেন ন্যায়বিচার পেতে উঠছে না?
মরা গোলাপ কান্ড থেকে ছিঁড়ে ফেলা হয়েছে।
গোলাপের দিকে তাকাও, কারো বুক ফেটে রক্ত ঝরছে
ওহ, কেউ একজন ছুরি নিয়ে পালিয়েছে
একজন গোয়েন্দা তাকে ধরে ফেলে
তাকে হত্যা করার পর ঘাতক অনুশোচনা বোধ করে না
কিন্তু মৃতরা কেন ন্যায়বিচার পেতে উঠছে না?
মরা গোলাপ কান্ড থেকে ছিঁড়ে ফেলা হয়েছে।
খুন করলে খুনিকে আদালতে ফাঁসি দেওয়া হবে
সেই ফুলদানিতে যারা গোলাপ রেখেছে তাদের হাসি
এটা তাদের পাপ যে তারা ভালো কাজ করে না।
কিন্তু মৃতরা কেন ন্যায়বিচার পেতে উঠছে না?
মরা গোলাপ কান্ড থেকে ছিঁড়ে ফেলা হয়েছে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.035
BTC 111056.46
ETH 3932.02
USDT 1.00
SBD 0.58