রোহিঙ্গা ক্যাম্প

in #rohingya3 years ago

সেই ২০১৭ সাল যে জায়গাটিতে ছিলো পাহাড়ি গাছ পালা, পশুপাখি। যেখানে ছিলো হাতির বিচরণ । আজ সেখানে হয়েগেছে শুধু পাহাড় আর পাহাড়। নেই কোন গাছের ছায়া। বর্তমানে আছে শুধু রোহিঙ্গাদের বসবাস। যেখানে হাটার কোন রাস্তা ছিলো না সেখানে এখন রাজধানী হয়েগেছে। তবে কিছু কিছু ক্যাম্পে বেড়ে উঠেছে গাছপালা। সবদিক থেকে ভালো লাগলেও বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি তেমন ভালো না। রাতের আধারে কয়জনের প্রাণ হারাচ্ছে কোন দিশা নেই। স্থানীয় লোকজনের কোন নিশ্চয়তা নেই। স্বাভাবিকভাবে চলাচলের ।
IMG_20211127_125639.jpg

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.034
BTC 96550.00
ETH 1830.39
USDT 1.00
SBD 0.82