কিভাবে আপনি একটা রোডে মাইক্রোফোন কিনবেন ??

in #rodemic4 months ago

আমরা যারা স্টুডিওতে কাজ করি বা ইউটিউব এ কাজ করে রোডে মাইক্রোফোন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় , আর রোডে মাইক্রোফোন যেহেতু অনেক দামি একটা জিনিস তাই অবশ্যই রোডে মাইক্রোফোন কেনার আগে আমাদের খুব ভালোভাবে একটা প্ল্যান করতে হবে , তো এই পোস্টে আমি শেয়ার করব যে কিভাবে আপনি প্লান করে একটা রোডে মাইক্রোফোন কিনবেন

রোডে মাইক্রোফোন কেনার আগে আপনাকে বুঝতে হবে আপনি যদি স্টুডিওতে কাজ করেন আপনার স্টুডিওর সাইজ কতটুকু , যদি আপনার স্টুডিওর সাইজ 100 স্কয়ার ফিটের বেশি হয় তাহলে আপনি অবশ্যই - ফোর হেড রোডে মাইক্রোফোন কিনবেন . আর যদি আপনার স্টুডিও সাইজ 100 স্কয়ার ফিটের অনেক কম হয় তাহলে আপনি অবশ্যই টু হেড রোডে মাইক্রোফোন কিনবেন

IMG_3663.jpg

ফোর হেড রোডে মাইক্রোফোন এবং টু হেড রোটে মাইক্রোফোন এর মধ্যে পার্থক্যটা আমি একটু বুঝিয়ে দিই , রোডে মাইক্রোফোনের মধ্যে আসলে চারটি আলাদা আলাদা এঙ্গেল মুড থাকে , আর যদি আপনি টু হেড রোডে মাইক্রোফোন কিনেন তাহলে তার মধ্যে টোটাল দুইটা মুড থাকবে

IMG_3664.jpg

বাজেট কেমন করবেন : রোডে মাইক্রোফোন কেনার জন্য আসলে কোন বাজেট নির্ধারণ করা নেই যদি আপনি নতুন নতুন স্টুডিও শুরু করেন তাহলে আপনি 8-10 হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনবেন , আর যদি আপনার বাজেট নিয়ে কোন সমস্যা না থাকে তাহলে আমি রিকমেন্ড করব 25 থেকে 30 হাজার টাকা দিয়ে ফোর হেড একটা রোডে মাইক্রোফোন কেনা , তবে যদি আপনি বিগেনার লেভেলে থাকেন তাহলে টু হেড রোডে মাইক্রোফোন আপনার জন্য বেশি ভালো হবে , আর তাছাড়া টু হেড রোডে মাইক্রোফোন ব্যবহার করা অনেকটাই সহজ কিন্তু ফোর হেড রোডে মাইক্রোফোন কিন্তু একটা প্রফেশনাল মাইক্রোফোন , তাই যদি আপনি মোটামুটি ভালো কাজ পারেন বা জানেন তাহলে শুধুমাত্র ফোর হেড রোডে মাইক্রোফোন নেওয়া উচিত .

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43