Rickshaw

in #rickshaw6 years ago (edited)

Rickshaw is one of the main transport in Bangladesh. In the beginning of the twenty-first century, rickshaw was introduced as a medium of communication, in Japan, There rickshaws became particularly popular during World War II. Most of the urban roads and ghat of Bangladesh are in its possession. In addition to Bangladesh, its movement is visible in different countries of the world. It is seen in many European countries including China, Japan, India, Pakistan, Malawesia, Indonesia and France.

(রিকশা বাংলাদেশের অন্যতম প্রধান পরিবহণ।বিশ শতকের প্রারম্ভে যোগাযোগের মাধ্যম হিসেবে রিকশার প্রথম প্রচলন হয় জাপানে। সেখানে রিকশা বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বাংলাদেশের শহুরে রাস্তা-ঘাটের অধিকাংশই এর দখলে থাকে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর চলাচল চোখে পড়ে। চীন, জাপান, ভারত, পাকিস্তান, মালোয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশেই দেখা যায়।)

rickshaw-55175_1920.jpg
(source)https://pixabay.com

Rickshaws are popular in Indonesia, Singapore and other Southeast Asian countries in the 20th and 40s of the 20th century. Rickshaw comes to Kolkata from Kolkata It was first introduced in Calcutta in the late twentieth century. European jute exporters living in Narayanganj and Netrakona (Mymensingh) imported rickshaws from Calcutta first in 1938 for their personal use.

(বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকে রিকশা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে জনপ্রিয় হয়। ঢাকায় রিকশা আসে কলকাতা থেকে। এটি কলকাতায় প্রথম প্রচলিত হয় বিশ শতকের ত্রিশের দশকের দিকে। নারায়ণগঞ্জ এবং নেত্রকোনা (ময়মনসিংহ) শহরে বসবাসরত ইউরোপীয় পাট রপ্তানিকারকগণ তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, ১৯৩৮ সালে প্রথম কলকাতা থেকে রিকশা আমদানি করে।)

This visit awakens widespread curiosity among the residents of Dhaka, when the people of Dhaka used to use traditional horse carts, palanquins and city canals. But initially, the cycle rickshaw did not achieve much popularity as an acceptable vehicle.

(এই যান ঢাকার অধিবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল জাগায়, সেসময় ঢাকার লোকেরা ঐতিহ্যগত ঘোড়ার গাড়ি, পালকি এবং শহরের খালে নৌকা ব্যবহার করত। তবে শুরুর দিকে সাইকেল রিকশা গ্রহণযোগ্য বাহন হিসেবে তেমন জনপ্রিয়তা অর্জন করেনি।)

The size of the rickshaw, the nature of the shape of the country is different. In other countries it is also called different names. In the Sunlun in China, Seiko in Cambodia, Becka in Maloessiya, and Rixa known as Slice in France. In other European countries it is also known as pedicab.

(দেশ ভেদে রিক্সার আকার, গঠন প্রকৃতি বিভিন্ন হয়। আবার বিভিন্ন দেশে একে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। চীনে সানলুঞ্চে, কম্বোডিয়ায় সীক্লো, মালোয়েশিয়ায় বেকা, ফ্রান্সে স্লাইকো নামে রিক্সা পরিচিত। ইউরোপের বিভিন্ন দেশে এটি পেডিক্যাব নামেও পরিচিত।)

Rickshaw is one of the drivers of transport in Bangladesh. A part of the crafts. There is a demand for rickshaws everywhere in rural areas. In our country many different designs have been used in the rickshaw. These designs are notable for painting. As a reference to the design of rickshaw, we can see - Nature, images related to various events of Bangla film, animal-bird, flowers, clay-leaves, river images etc.

(বাংলাদেশে চলাচলের বাহন হিশেবে রিক্সা অন্যতম। কারুশিল্পেরই একটি অংশ। গ্রাম-শহরে সবখানেই রিক্সার চাহিদা রয়েছে। আমাদের দেশে অনেক আগে থেকেই রিক্সায় বিভিন্ন রকমের নকশা ব্যবহৃত হয়ে আসছে। এসব নকশার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেইন্টিং। রিক্সায় করা নকশার অনুষঙ্গ হিসেবে আমরা দেখতে পাই- প্রকৃতি, বাংলা সিনেমার নানা ঘটনা সংবলিত চিত্র, পশু-পাখি, ফুল, লতা-পাতা, নদীর চিত্র ইত্যাদি।)

During the inauguration of the Cricket World Cup in Bangladesh in 2011, the rickshaw tradition of Bangladesh is very well presented to the world. Every team captain Rickshaw into the field. The matter is quite well appreciated.

(২০১১ সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনের সময়ও বাংলাদেশের রিক্সার ঐতিহ্য বেশ ভালভাবে পৃথিবীবাসীর সামনে তুলে ধরা হয়। সেখানে প্রতিটি দলের অধিনায়করা রিক্সায় করে মাঠে উপস্থিত হন। বিষয়টি বেশ প্রশংসিত হয়।)

Rickshaw is an environmentally friendly vehicle. Air pollution does not cause rickshaws. Many people continue their lives, livelihood by continuing to rickshaw or, making and repairing. This ancient vehicle has now become a tradition of Bangladesh.

(রিক্সা একটি পরিবেশ বান্ধব বাহন। কোনরকম বায়ু দূষণ ঘটায় না রিক্সা। এছাড়াও বহু মানুষ রিক্সা চালিয়ে বা, তৈরি ও মেরামত করে তাদের জীবন, জীবিকা চালিয়ে থাকে। এ প্রাচীন বাহনটি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে। )

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54358.77
ETH 2293.67
USDT 1.00
SBD 2.30