সোনার জমিতে সোনার ফসল ফলার কাজ শুরু।

in #rice6 years ago

IMG_20190706_075927.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভাল আছি।আজকে আপনাদের সাথে যেই ফটো শেয়ার করলাম সেইটা হচ্ছে আমাদের থাকার ঘরের সামনে থেকে তোলা। এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি। আজকে অনেক দিন পর আল্লাহ তালা আমাদের জন্য রহমত সরূপ এই বৃষ্টি আকাশ থেকে ফেলতেছেন। গত ১০-১৫ দিন আগে বর্ষাকাল শুরু হলে সামান্য সামান্য বৃষ্টি নিয়ে আল্লাহর শুকরিয়ে করেছি সবাই আর আজ ভারী বৃষ্টি হচ্ছে আমাদের জন্য অনেক উপকারে আসবে সাধারন মানুষের জন্য।
images (4).jpeg
source
এই বৃষ্টির কারনে এতদিন কৃষকেরা শুরু করতে পারেনাই তাদের ধান চাষ। ধান চাষের সময় কিছুদিন আগে শুরু হলেও বৃষ্টি না হওয়াও চাষ করতে পারেননাই কৃষকেরা। আর আজ ভারী বৃষ্টি সাথে খুশি কৃষকেরা। তারা আজ থেকে আবার চাষ করতে নামতে পারবেন। এবং আজ থেকে আমার সোনার জমিনে আবার শুরু হবে সোনার ফসল ফলার কাজ। ধান চাষ বাংলার মানুষের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এই ধান চাষ যদি করার সুযোগ আল্লাহ তালা করে না দিত তাহলে যে মানুষের কি অবস্থা হত আমি নিজেও জানিনা।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 108378.18
ETH 3817.92
USDT 1.00
SBD 0.59