আল্লাহর দিদার লাভ করা সম্ভব

আল্লাহ ১৮,০০০ (আঠার হাজার) মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর ভাষায়-- মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। আর প্রতিনিধি বলতে বুঝায় মালিকের অবর্তমানে যিনি বা যারা মালিকের কাজটুকু সুষ্ঠুভাবে সমাধা করতে পারেন। যিনি যার প্রতিনিধিত্ব করবেন, তিনি তাঁকে অবশ্যই দেখবেন, তাঁর সাথে ভাল সম্পর্ক থাকবে, ভালভাবে জানাশুনা থাকবে, তাঁর ভাষাও তিনি বুঝবেন। নতুবা তাঁর প্রতিনিধিত্ব করবেন কিভাবে? কাজেই মানুষ যদি আল্লাহর প্রতিনিধি হন, তাহলে তারা আল্লাহকে দেখবেন না কেন?

মানুষ সৃষ্টির সেরা জীব হলেও প্রতিনিধির মর্যাদা হারিয়ে ফেলার কারণে আজ স্রষ্টার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোরআনের ভাষায়-আল্লাহর সাথে বান্দার যোগাযোগের মাধ্যম ৩টি, তা হলো-- ফায়েজ, এলহাম, কাশ্ফ। মুসলিম জাতি রাসূল (স:) এর শিক্ষা অনুসরন করলে স্রষ্টার সাথে আবার যোগযোগ স্থাপন করতে সক্ষম হবে।

হযরত আলী (রা:) বলেছেন- "এমন প্রভুর এবাদত করি না, যাঁকে আমি দেখি না।" অর্থাৎ তিনি আল্লাহকে দেখেই সেজদা করতেন। আল্লাহকে দেখেই সেজদা করার বিধান। কিন্তু আমরা কর্ম দোষে প্রতিনিধির মর্যাদা হারিয়ে ফেলায় আল্লাহ থেকে দূরে সরে পড়েছি।

রাসূল (স:) বলেছেন, "নামাজ মু'মেন ব্যক্তির জন্য মে'রাজ।" মে'রাজ অর্থ সাক্ষাত। অর্থাৎ মু'মেন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আল্লাহর সাথে মে'রাজ তথা সাক্ষাত হওয়ার কথা। কিন্তু হয় না কেন? মূলত: নামাজ আদায় করলেও মু'মেন না হওয়ার কারণে মে'রাজ হচ্ছে না। মু'মেনের জন্য মে'রাজ বলা হয়েছে, বেঈমানের জন্য মে'রাজ বলা হয়নি। তাই আমাদেরকে আগে আল্লাহর মনোনীত মহামানবদের কাছে বায়াত হয়ে মু'মেন হতে হবে। কারণ, আল্লাহ বলেছেন, " আমি যাকে বিপথগামী করেছি, তার ভাগ্যে কোন মোর্শেদ রাখিনি।" রাসূল (স:) বলেছেন, "যার মোর্শেদ নেই, তার মোর্শেদ শয়তান।"

কাজেই আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে তথা আল্লাহর দিদার লাভ করতে হলে আগে বায়াত হতে হবে অর্থাৎ মোর্শেদ ধরতে হবে, মু'মেন হতে হবে।

----------০০০--------

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63126.26
ETH 2596.37
USDT 1.00
SBD 2.76