মজার পপ পিঠার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পিঠার রেসিপি নিয়ে।সাধারণত পিঠা বেশি বানানো হয় না।তবে ঈদের সময় কয়েকটি আইটেম তৈরি করি।কারণ এটি সিলেটের ঐতিহ্য, ঈদের সময় সকালে নাস্তায় হরেক রকমের পিঠা থাকবে।তাই আমিও চেষ্টা করি কিছু করতে।সিলেটে এই পিঠাকে পপ পিঠা বলে।আর আমাদের এলাকায় এই পিঠাকে পুলি পিঠা বলে।এই পিঠা কম বেশি আমরা সকলেই চিনি।বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নাম।আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি বলে জানাবেন কিন্তু।খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল।আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
নারিকেল১ টি
চিনিহাফ কাপ
ময়দা২ কাপ
তেজপাতা১ টি
দারুচিনি২ টুকরা
এলাচ৪/৫ টি
ঘি১ টেবিল চামচ
তেলপরিমাণ মত (ভাঁজার জন্য)
লবনস্বাদমতো

কার্যপদ্ধতিঃ

IMG_7242.jpegIMG_7243.jpeg

প্রথমেই নারিকেল কুড়িয়ে নিয়েছি।

IMG_7240.jpegIMG_7239.jpeg

এরপর একটি বাটিতে ময়দা নিয়ে তাতে এক টেবিল চামচ তেল অ্যাড করেছি।এরপর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি।

IMG_7238.jpegIMG_7237.jpeg

এরপর ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি।এর পর একটি হাঁড়ি গরম করে তাতে কুড়িয়ে রাখা নারিকেল গুলো দিয়ে দিয়েছি।

IMG_7236.jpegIMG_7235.jpeg

এরপর গরম মসলাগুলো দিয়ে নেড়েচেড়ে চিনি দিয়ে দিয়েছি।

IMG_7234.jpegIMG_7233.jpeg

এরপর চিনি ভালোভাবে মিশিয়ে ঘি দিয়ে দিয়েছি।এরপর অল্প আঁচে কয়েক মিনিট নেড়েচেড়ে গরম মসলা গুলো উঠিয়ে নিয়েছি।

IMG_7232.jpegIMG_7229.jpeg

এরপর ডো থেকে সামান্য একটু ডো নিয়ে এভাবে একটি রুটি বানিয়ে নিয়েছি।

IMG_7231.jpegIMG_7228.jpeg

এরপর পিঠা বানানোর ডাইস এর উপরে রুটিটি রেখে নারিকেল গুলো ভিতরে পুড়ে দিয়েছি।

IMG_7230.jpegIMG_7002.jpeg

এরপর ডাইস খুলে পিঠা বের করে নিয়েছি।এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি।

IMG_7003.jpeg

IMG_7226.jpeg

IMG_7225.jpeg

এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে পিঠার দুই পাশ এভাবে গাড় বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি।

IMG_7245.jpeg

ব্যাস হয়ে গেল আমার মজাদার পপ বা পুলি পিঠার রেসিপি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এই পিঠাকে আমরা ও ভাজা পুলি বলি।খেতে কিন্তু দারুন সুস্বাদু হয় এই পিঠা।আর ময়মনসিংহ ও সিলেটের ঐতিহ্য ঈদের দিন হরেক রকমের পিঠা খাওয়া।রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো আপু।আপনি সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 months ago 

আপনাদের দিকের মজার পপ পিঠা আর আমাদের দিকে বলা হয় পুলি পিঠা। পিঠা গুলো খেতে খুবই স্বাদ লাগে। রেসিপির পক্রিয়া খুবই সুন্দর ছিল। ধন্যবাদ।

 3 months ago 

এই পিঠ থেকে আমরা সাতপুরি বা প্যারাকি বলে থাকি। আবার ময়ান ঘিয়ের দিয়ে শুকনো নারকেল আর সুজি দিয়ে পুর দিলে তাকে গুজিয়া বলে। যা মহারাষ্ট্রে দীপাবলির সময় পাওয়া যায়৷ গুজিয়া অবশ্য পনের কুড়ি দিন ভালো থাকে। মানে রেখে খাওয়া যায়৷ তবে কি আপু আমরা সবটাই হাতে মুড়ি। আমি তো জানতাম এই শেপ গুলো তে হয় না৷ আপনি তো দেখছি দারুণ করেছেন।

 3 months ago 

আটা দিয়ে এই পুলি পিঠা তৈরি করার কারণে এগুলোকে আমরা রসাপুলি বলে থাকি। এই পিঠা খেতে ভীষণ সুস্বাদু হয়। অনেকটা নরম রসালো হয়ে থাকে। এজন্য খুব বেশি ভালো লাগে। পপ নামে এটা বলা হয় তা আজকে জানলাম। খুব সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন আপু, দেখে ভালো লাগলো।

 3 months ago 

আমরাও এই পিঠাকে পুলি পিঠা বলে থাকি। বিশেষ করে শীতকালে পুলি পিঠা খেতে দারুণ লাগে। যাইহোক বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.32
JST 0.038
BTC 119305.84
ETH 3476.12
SBD 0.89