রেসিপিঃ তেলাকুচা পাতা দিয়ে মুসুরের ডাল ।

in #recipe2 years ago

আমার বাংলা ব্লগের সবাইকে শুভেচ্ছা।

আশাকরি সবাই কুশলে আছেন। আমিও ভাল আছি। আজ আমি একটি ঔষধি উদ্ভিত এর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তাহলো তেলাকুচা পাতার রান্নার রেসিপি।
তেলাকুচা একটি ঔষধি উদ্ভিত। এ পাতার বিভিন্ন উপকারিতা রয়েছে। আর তাহলো খাবারের রুচি বৃদ্ধি,পাকস্থলির সমস্যা সমাধানে, পরিপাক ক্ষমতা বৃদ্ধি,ডায়াবেটিক নিয়ন্ত্রণে,স্থুলতা কমাতে ও ব্রন সমস্যা সমাধান সহ বিভিন্ন রোগ প্রতিরোধে তেলাকুচা পাতা রান্না করে খেলে উপকার পাওয়া যায়। তেলাকুচা পাতা বিভিন্ন ভাবে খাওয়া যায়। আজ আমি আপনাদের সাথে তেলাকুচার পাতার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তা হল তেল্কুচা পাতা দিয়ে মুসুরের ডাল রান্নার রেসিপি। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি রান্না করলাম তেলাকুচা পাতা দিয়ে মুসুরের ডাল।

1.jpg

উপকরণ সমুহঃ

2.jpg

3.jpg

14.jpg

15.jpg

16.jpg

নংউপকরণপরিমাণ
তেলাকুচা পাতা৩০০ গ্রাম
মুসুরের ডাল৫০ গ্রাম
পিয়াজ২ টেবিল চামচ
রসুন১ টেবিল চামচ
কাচা মরিচ৪-৫ টি
হ্লুদ গুড়া১/২ চা চামচ
ধনে গুড়া১/২ চা চামচ
মরিচ গুড়া১/৪ চা চামচ
লবনপরিমাণ মতো
১০তেলপরিমাণ মতো

১ম ধাপঃ

প্রথমে তেলাকুচা পাতা ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে।

2.jpg

২য় ধাপঃ

এরপর মুসুরের ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভাল ভাবে ধুয়ে নিতে হবে। চুলায় একটি পরিস্কার হাড়ি বসিয়ে দিতে হবে। হাড়ি গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে রসুন ও পিয়াজ কুচি দিয়ে দিতে হবে। পিয়াজ ও রসুন ভাজা হয়ে গেলে তাতে একে একে সকল মশলা দিয়ে এবং সামাণ্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

৩য় ধাপঃ

এরপর তাতে ধুয়ে রাখা মুসুরের ডাল দিয়ে দিতে হবে। এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং সামান্য পানি দিয়ে দিতে হবে ডাল সিদ্ধ হওয়ার জন্য।

10.jpg

৪র্থ ধাপঃ

ডাল সিদ্ধ হয়ে এলে তালাকুচা পাতা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে।

11.jpg

12.jpg

13.jpg

শেষ ধাপঃ

ভালভাবে সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে সাজিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে তেলাকুচা পাতার মজাদার রেসিপি।

1.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং-এ১০

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76510.41
ETH 3052.09
USDT 1.00
SBD 2.63