রেসিপি-চিকেন ঝুরি ভাজা রেসিপি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তাই যখনই সময় পাই নতুন কিছু করার চেষ্টা করি। আজকে আমি চিকেন ঝুরি ভাজা রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
চিকেন ঝুরি ভাজা রেসিপি:

চিকেন খেতে সবাই কমবেশি পছন্দ করে। মাঝে মাঝে যদি ভিন্ন স্টাইলে চিকেন রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা সচরাচর চিকেন ভুনা খেয়ে থাকি। তবে মাঝে মাঝে যদি ভিন্নভাবে চিকেন রান্না করা হয় তাহলে খেতে যেমন ভালো লাগে। তেমনি সবাই অনেক পছন্দ করে। কয়েকদিন আগে চিকেন ঝুরি ভাজা রেসিপি তৈরি করেছিলাম। এই খাবারটি আমার কাছে ভীষণ ভালো লাগে। রুটি কিংবা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। এই ধরনের খাবারগুলো তৈরি করা হয় মুরগির মাংসের ছোট ছোট পিস দিয়ে। আর যখন চিকেন ঝুরি ভাজা করা হয় তখন খেতে অসাধারণ লাগে। বিশেষ করে রুটি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তাই এই মজার রেসিপি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
চিকেন | ৩৫০ গ্রাম |
গরম মশলা | পরিমান মত |
পেঁয়াজ কুচি | ২ চামচ |
রসুন বাটা | ১/২ চামচ |
জিরা বাটা | ১/২ চামচ |
গোটা রসুন | পরিমান মত |
মরিচের গুঁড়া | ১ চামচ |
কাঁচা মরিচ | পরিমান মত |
হলুদের গুঁড়া | ১/২ চামচ |
লবণ | পরিমাণমতো |
লেবুর রস | পরিমাণমতো |
সয়াবিন তেল | ৫ চামচ |


রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১


চিকেন ঝুরি ভাজা রেসিপি তৈরি করার জন্য প্রথমে চিকেন গুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি। এবার লবণ, হলুদ এবং মরিচ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ সময় মিক্স করে রেখেছি।
ধাপ-২


এবার একটি কড়াই চুলার উপর দিয়েছি। আর কড়াই গরম হলে তেল দিয়েছি। আর কিছুক্ষণ সময় তেল গরমের জন্য অপেক্ষা করেছি। গরম হলে চিকেন গুলো দিয়েছি।
ধাপ-৩


চিকেন গুলো গরম তেলে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। যাতে করে শক্ত শক্ত হয় আর খেতে ভালো লাগে।
ধাপ-৪


এবার যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়েছি।
ধাপ-৫


এবার কিছু কাঁচামরিচ দিয়েছি এবং রসুন দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়েছি।
ধাপ-৬


চিকেন ভালোভাবে রান্না করার জন্য এবার আদা বাটা, রসুন বাটা এবং গরম মসলা দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি।
ধাপ-৭


এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে করে সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করেছি। একদম অল্প আঁচে সুন্দর করে ধীরে ধীরে চিকেন গুলো ভাজা ভাজা করে নিয়েছি আর চিকেন ঝুরি ভাজা তৈরি করেছি।
উপস্থাপনা:

চিকেন ঝুরি ভাজা রেসিপি তৈরি হয়ে গেলে সবার মাঝে উপস্থাপন করার জন্য প্রস্তুত করেছি। আমি অল্প পরিমাণ চিকেন দিয়ে এই রেসিপি তৈরি করেছিলাম। খেতেও দারুন লেগেছিল। এই খাবারটি রুটির সাথে খেতে বেশি ভালো লেগেছে। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা খিচুড়ি দিয়েও খেয়ে দেখতে পারেন। রুটি কিংবা খিচুড়ি দুটো খাবারের সাথেই এই চিকেন ঝুরি ভাজা খেতে ভালো লাগে। অল্প সময়ে এই মজার খাবার তৈরি করে ফেলা যায়। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1930870369671672136?t=yCx0oil0NjDkfr8I_o8aZg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডেইলি টাস্ক প্রুভ:

https://x.com/Monira93732137/status/1930873766449689087?t=YszBcoR0wHSSu1NsZZH-ug&s=19
https://x.com/Monira93732137/status/1930874296513302858?t=dJ0rsp3A4BE0e_gTxXVEPw&s=19
https://x.com/Monira93732137/status/1930874758574543198?t=b76K_B_eZVXGtSa5_TdQRw&s=19
https://x.com/Monira93732137/status/1930875215908950368?t=YSfG9BSsq363_o3gQPIYOg&s=19
https://x.com/Monira93732137/status/1930919677309456542?t=9hYj4JLEUGHieJfHaIGELw&s=19
আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে আমার তো জিভে জল চলে আসলো। এরকম মজার মজার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। ঠিক তেমনি আপনার রেসিপিটা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। দেখে তো বুঝতেই পারছি কতটা মজাদার ছিল। রেসিপিটা সুন্দর করে শেয়ার করলেন এজন্য ধন্যবাদ।
চিকেন যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপগুলো গুছিয়ে শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।
আপু আপনি তো খুব মজার একটি রেসিপি করেছেন। খুব সুন্দর করে চিকেন ঝুরি ভাজা রেসিপি বানিয়েছেন। তবে এটি ঠিক এ ধরনের রেসিপি দিয়ে রুটি এবং পরোটা খেতে বেশ মজা লাগে। অনেক অনেক ধন্যবাদ এত চমৎকারভাবে মজার রেসিপিটি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ্ আপনার রেসিপি দেখে সত্যিই অনুপ্রাণিত হলাম। ধাপে ধাপে সুন্দরভাবে বোঝানো এবং ছবিগুলো অনেক সহায়ক হয়েছে। চিকেন ঝুরি ভাজা রুটির সঙ্গে খেতে খুবই লোভনীয় মনে হচ্ছে। রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।