রেসিপি-ডাটা চিংড়ির চচ্চড়ি রেসিপি|

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তবে অনেকদিন থেকে রেসিপি পোস্ট সেভাবে করা হয়ে ওঠেনি।আজকে ভাবলাম একটি রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


ডাটা চিংড়ির চচ্চড়ি রেসিপি:

IMG_20250418_080416.jpg
Device-OPPO-A15


চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ডাটা চচ্চড়ি করলে খেতে খুবই মজার হয়। ছোট ছোট ডাটা শাকগুলো কেটে এরপর যদি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করা হয় তাহলে অন্য রকমের টেস্ট হয়। আর ছোট ছোট ডাটা শাকগুলো খুবই ভালো লাগে খেতে। সাথে চিংড়ি মাছের কম্বিনেশন একেবারে জমে যায়। এই খাবারটি খেতে আমি ভীষণ পছন্দ করি। তাই মাঝে মাঝেই এভাবে রান্না করা হয়। আর খেতেও ভালো লাগে। খুব সহজেই এই রেসিপি তৈরি করা যায়। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই খাবারটি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
চিংড়ি মাছ২০০ গ্রাম
ডাটা শাক১০০ গ্রাম
পেঁয়াজ কুচি১ চামচ
রসুন কুচি১/২ চামচ
জিরা গুঁড়া১/২ চামচ
কাঁচা মরিচপরিমাণমতো
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৩ চামচ

IMG20250416082919.jpg

IMG20250416082954.jpg

IMG20250416084054.jpg


রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20250416084230.jpg

IMG20250416084243.jpg


প্রথমে আমি একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর গরম হলে তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি।


ধাপ-২

IMG20250416084255.jpg

IMG20250416084404.jpg


এবার কাঁচা মরিচ এবং রসুন দিয়েছি। এরপর নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি।


ধাপ-৩

IMG20250416084440.jpg

IMG20250416084504.jpg


এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া,জিরার গুঁড়া,লবণ দিয়েছি। আর হালকা একটু পানি দিয়ে ভুনা করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20250416084527.jpg

IMG20250416084534.jpg


এবার মাছগুলো এর মধ্যে দিয়েছি। আর সুন্দর করে রান্না করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20250416084559.jpg

IMG20250416084949.jpg


কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি আর সুন্দর করে মাছ গুলো ভুনা করে নিয়েছি।


ধাপ-৬

IMG20250416085003.jpg

IMG20250416085015.jpg


এবার ডাটা শাক গুলো এর মধ্যে দিয়েছি।


ধাপ-৭

IMG20250416085030.jpg

IMG20250416085308.jpg


এবার সুন্দর করে নাড়াচাড়া করে চিংড়ি মাছের সাথে শাকগুলো মিশিয়ে দিয়েছি। আর হালকা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি।


শেষ ধাপ

IMG_20250418_080641.jpg


কিছুক্ষণ সময় রান্না করার পর মজার এই খবরটি বেশ ভালোভাবেই তৈরি হয়েছে। এরপর পরিবেশনের জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20250417_083055.jpg
Device-OPPO-A15


চিংড়ি মাছের ডাটা চচ্চড়ি খেতে দারুন লেগেছিল। এই খাবারটির টেস্ট এখনো মুখে লেগে রয়েছে। সত্যি কথা বলতে এই ধরনের খাবারগুলো খেতে সবাই পছন্দ করে। আর চিংড়ি মাছ দিয়ে যেকোন সবজি কিংবা যে কোন শাক রান্না করলেই খেতে ভালো লাগে। এই খাবারটি আমার ভীষণ পছন্দের একটি খাবার। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 months ago 

বেশ লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেকোনো প্রকার ডাটা খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনি যেভাবে ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে খেতে। অনেক সুন্দর স্বাস্থ্যকর একটি খাবার আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 months ago 

আমার তৈরি করা এই রেসিপি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে খুবই ভালো লাগলো আমার। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

IMG_20250418_141201.jpg

IMG_20250418_141208.jpg

IMG_20250418_141213.jpg

 7 months ago 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

 6 months ago 

এই খাবারটি খেতে সত্যি অনেক মজার হয়েছিল। আর আমি এই খাবারটি ভীষণ পছন্দ করি ভাইয়া।

 7 months ago 

ডাটা চিংড়ি দিয়ে চচ্চড়ি খুবই অনন্য আইডিয়া! রেসিপিটি দেখে জিভে জল এসে গেল। রঙ এবং উপকেশের কম্বিনেশন অসাধারণ। অবশ্যই ট্রাই করব। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 6 months ago 

আমার এই রেসিপিটি দেখে আপনি নতুন একটি রেসিপি সম্পর্কে জানতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। একদিন খেয়ে দেখবেন এভাবে।

 7 months ago 

অনেকদিন হলো ডাটা শাক খাওয়া হয় না। চিংড়ি মাছের যে কোন রেসিপি আমার খুব পছন্দ। আপনার আজকের রেসিপিটা দেখে তো খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় লাগছে পুরো রেসিপিটা। রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। পরিবেশনটাও সুন্দরভাবে করেছেন। অনেক ধন্যবাদ আপু মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনি যেহেতু অনেক দিন থেকে ডাটা সবজি খাননি তাই একদিন খেয়ে দেখতে পারেন আপু। আশা করছি ভালো লাগবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 months ago 

ডাটা চিংড়ির চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন আপু বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাটা চিংড়ির চচ্চড়ি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

ডাটা চিংড়ি আমার ভীষণ প্রিয়। তাই মজার এই রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া।

 7 months ago 

চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করণে ভীষণ সুস্বাদু হয়। আমার তো খুবই পছন্দের মাছ এই চিংড়ি। আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে নিশ্চয়ই। খুবই ভালো লাগলো রেসিপিটি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 6 months ago 

চিংড়ি মাছ আপনার পছন্দের জেনে ভালো লাগলো আপু। চেষ্টা করেছি মজার একটি রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরার।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107652.06
ETH 3716.04
USDT 1.00
SBD 0.56