শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি🦐🥘
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। বেশ কয়েকদিন হল রেসিপি শেয়ার করা হয় না। আসলে খুব একটা রান্না করা হয় না। তাই ভাবলাম আজকে নতুন একটা রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে শিমের বিচি কিনতে পাওয়া যায়। শিমের বিচি দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে খেতে ভীষণ মজার হয়। বিশেষ করে শিমের বিচি দিয়ে যেকোনো মাছ ভুনা করলে ভীষণ মজার হয় খেতে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে শিমের বিচি দিয়ে ভুনা বানিয়ে ছিলাম। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে।
উপকরণ |
---|
চিংড়ি মাছ |
শিমের বিচি |
পেঁয়াজ কুচি |
টমেটো কুচি |
কাঁচামরিচ বাটা |
আদা-রসুন বাটা |
জিরা-ধনিয়ার গুঁড়া |
হলুদ গুঁড়া |
লবণ |
তেল |
ধাপ-১
সর্বপ্রথম সব উপকরণ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি।
ধাপ-২
চিংড়ি মাছ তুলে নিয়ে একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে টমেটো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি।
ধাপ-৩
এবার আদা-রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়া, জিরা-ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে মসলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
ধাপ-৪
কষানো মসলার তেল ছেড়ে দিলে শিমের বিচিগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে রান্না করে নিতে হবে। যাতে করে বিচি অনেকটাই সেদ্ধ হয়ে যায়।
ধাপ-৫
এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে শিমের বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে।
ধাপ-৬
এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়ে ঝোল ফুটে উঠলে অনেকটা গাঢ় হয়ে গেলে রেসিপিটা নামিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার একটি বাটিতে ঢেলে নিয়ে পরিবেশন করেছি।
তো বন্ধুরা এই ছিল আমার রেসিপিটি শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনা। আশা করছি এই রেসিপিটি অনেকের ভালো লাগবে কেননা চিংড়ি মাছ আমাদের অনেকেরই পছন্দের খাবার। তবে যাদের অ্যালার্জি আছে তারা এটাকে এড়িয়ে যেতে পারেন। অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। খেতে কিন্তু ভীষণের সুস্বাদু হয়। আর দেখতে পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। যাইহোক বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
চিংড়ি মাছের যেকোনো রেসিপি আমার খুবই পছন্দ। তবে শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনা কখনো খাওয়া হয়নি। ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনা বানিয়ে খেয়ে দেখবেন আপু খুবই ভালো লাগবে খেতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিমের বিচি আমার কাছে খেতে দারুন লাগে। আপনি এমন একটি জিনিস দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা আজকের রেসিপিটি মনে হয় খেতে বেশ দারুন লেগেছিল। ধন্যবাদ এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।
জ্বী আপু রেসিপিটি খেতে ভীষণ মজার হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু শীতকালে বাজারে প্রচুর পরিমাণে শিম বিচি পাওয়া যায়। শিম বিচি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আমি গতকাল ডাল রান্না করেছিলাম। আপনি চিংড়ি মাছ দিয়ে শিম বিচির মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির কালার খুব সুন্দর এসেছে আর দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। গরম ভাতের সাথে এই রেসিপি দারুন জমে উঠে। নিশ্চয়ই ভাইয়া খেয়ে প্রশংসা করেছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু শিমের বিচি দিয়ে যেকোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিটিও খেতেও খুবই মজার হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনার অত্যন্ত লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন আপু আপনি। ইউনিক একটি রেসিপি এভাবে রান্না করে কখনো আমার খাওয়া হয়নি। রেসিপির প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অবশ্যই একবার বাসায় রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আপু।খেতে ভীষণ মজার হয়। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
একেবারে স্বাস্থ্যকর একটি রেসিপি। চিংড়ি মাছ এবং সিমের বিচি দুটোই আমার ভীষণ পছন্দের। আর আপনার রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতে খুবই স্বাদের হয়েছিলো। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ এই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
চিংড়ি মাছ আমার খুবই প্রিয় মাছ। এই ধরনের রেসিপি করলে খেতে আর বেশি সুস্বাদু লাগে ।আপনি শিমের বিচি দিয়ে চিংড়ি মাছের দারুন ভুনা রেসিপি করেছেন ।যেটা খুবই লোভনীয় খাবার অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।
রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় রেসিপি শেয়ার করেছেন আজকে। চিংড়ি মাছ আমার খুব প্রিয়। আপনার রেসিপি অনেক লোভনীয় হয়েছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।
ধন্যবাদ ভাইয়া রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য। সত্যিই এই রেসিপিটি খেতে ভীষণ মজাদার হয়েছিল।
https://x.com/HiraHabiba67428/status/1886468365994324039?t=OlyynWze2W4HQyxUSrsoWg&s=19
চিংড়ি মাছ ভীষণ লোভনীয় একটি মাছ। সবার পছন্দের এই চিংড়ি মাছ খেতে দারুন লাগে।কম বেশি সবারই পছন্দের এই মাছ।দারুণ হয়েছে রেসিপিটি।লোভনীয় রেসিপি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
এটা ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ কম বেশি সবারই অনেক পছন্দের। আর এভাবে শিমের বিচি দিয়ে ভুনা রান্না করলে খেতে ভীষণ মজার হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।