বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান
বিশ্বের সবচেয়ে বড় ফুল বাগান
মানুষ প্রিয়জনকে ফুল উপহার দেয়। আর উৎসব-উদযাপনে ফুলের কদরতো কয়েক গুণ বেড়ে যায়। ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। তাই অনেকে বাড়ির আঙিনায় ফুলের বাগান করেন। কেউ আবার জায়গার অভাবে এক চিলতে বারান্দা বা ছাদই বেছে নেন তবুও বাগান করতেই হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন শৌখিন প্রকৃতির। এদের বাড়িতে রয়েছে বড় বড় ফুলবাগান। আবার অনেকেই আছেন ফুল ব্যবসার জন্য ফুলের বাগান করে থাকেন।
পৃথিবীতে মানুষের হাতে গড়া এরকম হাজার হাজার ফুল বাগান রয়েছে।তবে সব বাগানকেই হার মানাবে মধ্য প্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত 'দুবাই মিরাকল গার্ডেন'। অবশ্য হবে নাই বা কেন? এটাই যে বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান। এই ফুল বাগান দুর-দুরান্ত থেকে আনেক পর্যটক দেখতে আসেন।
দুবাইয়ের এ বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। এখান রয়েছে ৪৫ মিলিয়নেরও বেশি ফুল। সেসব ফুলের অনেকগুলোই আবার এ অঞ্চলে প্রথম লাগানো হয়েছে।
বাগানটিকে সাজানো হয়েছে নানা রকম রঙিন ফুলের গাছ লাগিয়ে। ফুল গাছগুলোকে তারা, হার্ট, গাড়ি, ইগলু, পিরামিডসহ বিভিন্ন আকৃতি দিয়েছে।
বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল লাগানো হবে এ বাগানে। ফলে দর্শনার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখতে পারবেন দুবাই মিরাকল গার্ডেনকে। অসাধারাণ এ বাগানটি তৈরি করেছে আকার নামক একটি কোম্পানি।
This post has received a 0.14 % upvote from @drotto thanks to: @sajeeb240896.
This post has received a 0.06 % upvote from thanks to: @sajeeb240896.
For more information, click here!!!!
Send minimum 0.010 SBD to bid for votes.
The Minnowhelper team is still looking for investors (Minimum 10 SP), if you are interested in this, read the conditions of how to invest click here!!!
ROI Calculator for Investors click here!!!