রেইন লিলি বা পিঁয়াজ ফুল বা ভুঁই চাঁপা

in #rain-lily6 years ago

সাধারণত সকলে পেঁয়াজ ফুল নামেই চিনে ।কিন্তু বইয়ের নাম ভুঁই চাঁপা । বৈজ্ঞানিক নাম: Zephyranthes rosea ।লিলি পরিবারভুক্ত গাছ। এদের ইংরাজী নাম Rosy Rain lily, Rose Fairy Lily, Rose Zephyr Lily বা pink rain lily।33227374296_a5a7fd5024_o.jpg
বছরে একবার ফুল ফোটে,বর্ষাকালে ।পাতার রং সবুজ ।সব লিলিই ভূঁই ফোড় শ্রেনীর কারন এই ধরনের ফুল গাছের ডাল থেকে হয় না, মাটি ফুঁড়ে ফুলের স্টিক বেরোয়। এদের ফুল সাদা, হলুদ ও গোলাপী রঙের হতে পারে।ফুলের ফলন খুব ভাল হলে পাপড়ি সাত থেকে আটটি হতে পারে ।ফুলের স্ত্রী মন্ডুটির রং সবুজ আর পুরুষ গুলোর রং হলুদ হয় । মাটির নিচে পেঁয়াজের মত দেখতে কন্দ হয় ।আর কন্দ থেকেই বংশ বৃদ্ধি করে ।সারা বছরে একবারই ফুল ফোটে ।বীজ হয় কিন্তু বীজ থেকে বংশ বৃদ্ধি হয় না ।pink-rain-lily-flower-garden-changmai-thailand-45167398.jpg
গোলাপী ভুঁই চাঁপায় এক ধরনের ক্যাটারপিলার বা লার্ভা হয় ঝাঁকে ঝাঁকে। পাতা খেয়ে শেষ করে ফেলে। এগুলো এক প্রকার মথের ক্যাটারপিলার। তার নাম লিলি মথ। এই লিলি মথের লার্ভাগুলি শালিক পাখির প্রিয় খাদ্য।পাতা খেয়ে ফেললে ফুল ভাল হয় না ।

Sort:  

ধন্যবাদ!
তথ্যমূলক লেখা শেয়ার করার জন্য।
লেখাটাতে বেশকিছু এডিট আনলে এর সৌন্দর্য আরো বেড়ে যেত।

পুরো লেখাটা যাতে প্যারাগ্রাফ এর মত মনে না হয়, সেদিকে খেয়াল
রাখলে আমরা পাঠকেরা পড়তে আনন্দ পাই। সেই সাথে সংযুক্ত করা
ছবিগুলো কতটা ভাল ভাবে আসলো, সেটাতে খেয়াল দিলে লেখনীর
মধ্যে এক নান্দনিকতা যুক্ত হবে বলে আমি মনে করি। তবে আপনি
যেভাবে প্রকাশ করতে চান, সেভাবেই করুন শুধু পাঠকের বিষয়টা
একটুখানি খেয়ালে রাখবেন।

আমার লেখাটাতে এডিট আনতে হলো।কেননা- আমি যখন প্রথম
কমেন্ট করি তখন কেন যেন ফটো গুলি show করছিল না।
তাই- ফটোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলাম।

কিন্তু, এখন পুরো পোস্ট ভালভাবেই এসেছে, সবকিছু দেখতেও
ভাল লাগছে।
চালিয়ে যান।
ধন্যবাদ।

ধন্যবাদ ,ভোট কমেন্ট করে সব সময় সাথে থাকুন ।আশা করি ভাল কিছু লেখা ও ছবি উপহার দিতে পারব ।আবারো আপনার কে মনের অন্তঃস্থল থেকে স্বাগতম জানাই ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76781.75
ETH 3131.82
USDT 1.00
SBD 2.65