কবিতা

in #rafi11 months ago

তোমাকে না বলা কিছু কথা
রয়ে যায় আয়নায় আলেয়া হয়ে
হাজারো কবিতার ভিড়ে
শুধু তোমাকেই খুঁজেছি,
কবিতার প্রতিটি পাতায় পাতায়
তন্নতন্ন করিয়া উল্টেছি
তোমারই নামে লেখা কবিতাটি
কিন্তু পায়নি খুঁজে তবুও
আজও রয়ে যায় স্মৃতি হয়ে
আমার জীবনের বেদনার পাতায়।
তুমি ছলেবলে কেন করো ছলনা!
তবে কেন বোঝো না কভু
এ হৃদয়ের জ্বলনের ব্যথা,
আমি বিষের পানি পান করে
মরছি শুধু মরণ জ্বালাতে
ক্ষণে ক্ষণে রক্ত ক্ষরণ,
ভাসিয়ে দিচ্ছে সাগর নদী কে।
এ জীবন থমকে যাবে,
তোমার একবিন্দু চোখের জলে,
শুধু কী আমার ব্যথা,না
তোমারও গোপনীয় ব্যথা
যা আমাকে একদিন
নিয়ে যাবে জীবনের
অদ্ভুত এক সীমানাতে,

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92354.20
ETH 1767.25
USDT 1.00
SBD 0.86