দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৬ (বিবিধ)steemCreated with Sketch.

in #quiz3 years ago

image.png
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।

গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৫) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।

নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে

কুইজ : (বিবিধ)

০১. আইনস্টাইনের বিখ্যাত ধাঁধাটি সমাধান করতে পারার সম্ভাবনা রয়েছে পৃথিবীর কত শতাংশ মানুষের ?

০২. হাসির রাজা গোপাল ভাঁড় জাতিতে আসলে কি ছিল ?

০৩. সার্ভান্তেসের লেখা বিখ্যাত হাসির বই ডন কুইক্সোট পড়েননি কিশোর বয়সে এমন মানুষ খুব কমই আছে । ডন কুইক্সোট এর বইটি দু'টি খন্ডে প্রাপ্ত । প্রথম খন্ডটি বেশি হাসির এবং হ্যাপি এন্ডিং । কিন্তু দ্বিতীয় খন্ডটির শেষে একটা বিয়োগান্ত পরিণতি আছে । কার বিয়োগান্ত পরিণতি ?

০৪. "সুইস ফ্যামিলি রবিনসন" বইটি খুবই জনপ্রিয় একটি বই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বইটি কোন উপন্যাসের সাফল্যে উজ্জীবিত হয়ে ও তার আলোকে লেখা হয়েছিল ?

০৫. ভারতের বিখ্যাত কবি, ঔপন্যাসিক ও লেখক, ছোটদের অসম্ভব জনপ্রিয় একটি সিরিজ "কাকাবাবু"-র স্রষ্টা "সুনীল গঙ্গোপাধ্যায়" এর আদি বাড়ি কোথায় ছিল ?

০৬. কোন প্রাণী বেশি শক্তিশালী ও হিংস্র ? চিতা নাকি চিতাবাঘ ?

০৭. ইন্দোনেশিয়ার বিখ্যাত কোমোডো ড্রাগন যেমন হিংস্র ঠিক তেমনই বিপজ্জনক একটি প্রাণী । তাদের দাঁতে বিষ না থাকলেও এতো বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে যে কামড়ানোর জায়গা সঙ্গে সঙ্গে বিষিয়ে যায় এবং প্রাণীটি অসাড় হয়ে পড়ে । হরিণ, ছাগল আর মহিষ হলো এদের খাদ্যতালিকাভুক্ত । অতি সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটা কোমোডো ড্রাগন আস্ত একটা হরিণকে জাস্ট ১০-১২ সেকেন্ডে গিলে ফেলছে । ভয়ানক হিংস্র এই কোমোডো ড্রাগন আসলে কি প্রাণী ?

০৮. প্রাণী কোষ কোনো কোনো সময় নিজে নিজেকেই খেয়ে হজম করে ফেলতে পারে । এর কারণ কোষের অভ্যন্তরে এনজাইমের একটি থলি । থলিটির নাম কি ? আর কি ভাবেই বা কোষের অভ্যন্তরের এই থলি পুরো কোষকে পরিপাক করে ফেলতে পারে (নিজেকে সহ, অর্থাৎ থলি নিজেও হজম হয়ে যায়)?

০৯. বিশ্বে পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী এবং ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা কোনটি ?

১০. গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ চ্যাট বটের নাম কি ?
Thank You

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 113282.81
ETH 4042.10
USDT 1.00
SBD 0.61