ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ১৭ (৩১-০৮-২৩ থেকে

in #qhu11 months ago

বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ১৭ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।

ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @maksudakawsar
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL AUTHOR UPVOTE POST LINK
01 @maksudakawsar $25 UPVOTE লাইফ স্টাইল- ভর্তা-ভাতে দুপুরের আহার।
02 @maksudakawsar $25 UPVOTE নাটক রিভিউ- পারফেক্ট ম্যাচ
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নাম - মাকসুদা কাওসার। বৈবাহিক অবস্থা - বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা - সরকারী কবি নজরুল বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে এবং জাতীয় আইন কলেজ হতে আইন পেশায় উর্ত্তীণ হয়েছেন। বর্তমানে তিনি একজন সরকারী চাকরিজীবী এবং কন্টেন্ট রাইটার। সে সাথে তিনি কম্পিউটার টেকনোলোজি বিষয়ে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান হতে দক্ষতা অর্জন করেছেন। পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম - গান শোনা, ভ্রমণ করা সহ ইত্যাদি। সে সাথে তিনি ভালোবাসেন স্টিমিট প্লাটফর্মে বিভিন্ন ধরণের পোস্ট শেয়ার করতে।মোট ১ বছর ৬ মাস হলো তার স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স। স্টিমিটে জয়েন করেছেন ২০২২ সালের মার্চ মাসে।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
Screenshot_2023-09-13-15-59-21-705-edit_com.android.chrome.jpg
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqBa8DkmeAHQceyssX8WxSoHCpyqN5uVpvDpFwrq4syCyfAeB2GQRwzcCdaUveyJ4LsaZ143CDYNhLVpMiGLBQnBDXpcdQkF2jC83bqY.jpeg

কবিতা পোস্ট : স্বরচিত কবিতা: স্বপ্ন আমার আকাশ ছোঁয়া...... by @maksudakawsar • 31/08/2023
মানুষ স্বপ্ন দেখেতে ভালোবাসে। ভালোবাসে নিজের স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে। আর নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য থাকে তার আপ্রাণ প্রচেষ্টা। কিন্তু পৃথিবীর নির্মম পরিস্থিতি অনেক সময় আমাদের স্বপ্ন গুলো কে পূরণ হতে দেয় না। আর তখনই আমরা অনেক আঘাত পাই। …

মাকসুদা ম্যাডামের এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আর ভালোলাগার অন্যতম একটি কারণ হলো এই কবিতার মূল বিষয়টিই হলো স্বপ্ন। যেটা আমাদের সকলের জীবনে থাকে। একটি মানুষের জীবনে নিজের স্বপ্ন গুলোকে পূরণ করাই হয় অনেক বড় একটা ব্যাপার এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ। একটা মানুষ তার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য তার পুরো জীবনটাই লাগিয়ে দেয়। ঠিক যেমনটা কবিতায় প্রকাশ পেয়েছে। অর্থাৎ এই যে স্বপ্ন সত্যিই আমাদের সকলের আকাশ ছোঁয়া। আর তা ধরতে গেলেই বিভিন্ন প্রতিবন্ধকতা এসে আমাদের সকলকে আটকে দেয়। কিন্তু আমরা থেমে যাই না,আবার অনেক সময় পরিস্থিতি আমাদের থামিয়ে দেয় । কিন্তু সে স্বপ্ন পূরণ করতে না পারলেও আমরা তাও বেঁচে থাকি।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnqBa8DkmeAHQceyssX8WxSoHCpyqN5uVpvDpFwrq4syCyfAeB2GQRwzcCdaUveyJ4LsaZ143CDYNhLVpMiGLBQnBDXpcdQkF2jC83bqY.jpeg

ছবিটি মাকসুদা ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRo4BZiBqADhurCZZiSLmMgeEaC4D1osAZc6Evq2fdNBdzHpSCbGhoWfzPNwacRcTyR3pAhrSi.png

লাইফ স্টাইল- নাইট ওয়ার্ক করতে গিয়ে ডিনার করা...... by @maksudakawsar • 02/09/2023
মানুষের মন যেন কেমন। এক জায়গায় স্থির থাকতে চায় না। আর তার উপর তো আছে ব্যস্ততা। সারাদিনের বা সারা সপ্তাহের বিশ্রামের পর মনটা কিন্তু চায় একটু হলেও প্রশান্তি। আর সবার কথা জানিনা ছুটির দিন হলে আমার কিন্তু ঘরে মনটিকে না । মন চায় উড়ে বেড়াতে। তেমনি ইচ্ছে ছিলো এ সপ্তাহেও দূরে কোথাও ঘুরে আসতে। …

আমার নিজেরও প্রায় একই অবস্থা। এইযে পোস্টে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে ছুটির দিনে ঘরে মন টিকে না। আমার ও প্রায় এমন অবস্থা। যদিও আমার একেবারে সারা জীবনটাই কাজের মধ্যে ডুবে থাকা হয়। অর্থাৎ ছুটি বলতে আমার জীবনে আমি কিছুই পাইনি। কারণ আমি ছুটি কাটাতে গিয়েও কাজ করি।কিন্তু তাও ফাঁকে ফাঁকে একটু বাইরে ঘুরে আসাটা আমার ও বেশ পছন্দের। আর মাঝেমধ্যে বাইরে খাবার খেলে এবং দুজন মনের মানুষ একসাথে সময় কাটালে জীবনটাও খুব সুন্দর হয়। কারণ আমাদের জীবনটা খুবই ছোট। আর এই জীবনটা উপভোগ করাই আমাদের জন্যে মঙ্গলজনক । সে সাথে এই আইটেম গুলো আমার ও প্রায় খাওয়া হয়,ভালোই লাগে খেতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45