প্রিয় Puss নিয়ে কিছু কথা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি আমাদের সবার প্রিয় Puss নিয়ে কিছু কথা লিখবো। আশা করছি এই কথাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারাও নতুন ভাবে Puss কয়েন ক্রয় করতে উৎসাহিত হবেন।
প্রিয় Puss নিয়ে কিছু কথা:

Puss আমাদের সবার প্রিয় একটি কয়েন। দেখতে দেখতে Puss কয়েনের এক বছর পূর্তি হয়ে গেল। আমার মনে হয় এইতো সেদিনের কথা Puss কয়েন এর সাথে আমরা পরিচিত হয়েছিলাম। যখন প্রথম Puss কয়েনের জন্ম হয় তখন থেকেই আমরা সবাই এই Puss সম্পর্কে জানতে পেরেছিলাম। দাদার প্রচেষ্টায় এবং সবার ভালোবাসায় Puss ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে গিয়েছে। এই কয়েনের সফলতা আমাদের সবার সফলতা। এটা আমরা সকলের প্রচেষ্টায় অর্জন করতে সক্ষম হয়েছি।
মাঝে মাঝে যখন Puss মার্কেট ডাউন হয় তখন মনে রাখতে হবে আমরা নতুনভাবে Puss ক্রয় করার সুযোগ পাই। যখনই মার্কেট ডাউন হবে তখনই নতুন সম্ভাবনার সূচনা হবে। কারণ ভালো কিছুর সূচনা হতে গেলে প্রথমে একটু প্রাইস কমবে এটা স্বাভাবিক। এখন Puss মার্কেট ডাউন চলছে। এখনই সময় Puss ক্রয় করা। কারণ যখন প্রাইজ আবার বেড়ে যাবে তখন আমাদের ক্ষমতার বাহিরে চলে যাবে।
Puss মার্কেট বর্তমানে আগের তুলনায় কমে এসেছে। আর এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। কারণ আমাদের সকলের প্রিয় দাদা Puss নিয়ে অনেক ভালো ভালো পরিকল্পনা করে রেখেছেন। আর আমরা যদি সেই সফলতার অংশীদার হতে চাই তাহলে অবশ্যই সময়গুলোকে কাজে লাগানো আমাদের উচিত। সেই সাথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।
Puss কয়েন আমাদের সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। অল্প সময়ের মধ্যেই এই কয়েন সবার মাঝে জনপ্রিয় হয়েছে। আর নিজের অবস্থান শক্ত ভাবে তৈরি করেছে। মার্কেট ডাউন চলছে বলে মন খারাপ করার কিছুই নেই। কারণ আমরা নতুনভাবে Puss ক্রয় করার নতুন সুযোগ পেয়েছি। আর এই সুযোগটাই আমাদেরকে আরো বেশি সফল হতে সাহায্য করবে। এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে।
যখন Puss মার্কেট আবার আমাদের নাগালের বাইরে চলে যাবে তখন আমাদের আফসোস করতে হবে। তাই এখন যেহেতু সবকিছুই আমাদের হাতের নাগালের মধ্যে আছে সেজন্য অবশ্যই ট্রাই করতে হবে। নিজেদের সাধ্যমত এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী Puss ক্রয় করতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু পাবো। আর ভালোভাবে এগিয়ে যেতে পারবো। Puss হলো আমাদের স্বপ্নের একটি প্রজেক্ট।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
https://x.com/Monira93732137/status/1961741414028718464?t=vnSL-p3UQKyb6mWajT-KEQ&s=19
https://x.com/Monira93732137/status/1961742195251368345?t=JIPPWoiixlOWbzogaCdtlQ&s=19
https://x.com/Monira93732137/status/1961742457319870699?t=CqmL1-Fq4o63_pkp02Qytw&s=19